চরফ্যাশনে তরুণ-তরুণীদের নিয়ে ইয়ুথ পাওয়ারের সচেতনা মূলক উঠান বৈঠক
মোঃতরিকুল ইসলাম,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাশনে করোনাভাইরাস সচেতনতায় স্বাস্থ্যসেবা ও বাল্যবিয়ের হার বেড়ে যাওয়ায় তরুণ-তরুণীদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
(১৬ অক্টোবর) চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর আয়োজন তরুণ-তরুণীদের নিয়ে এই সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন যুব জলবায়ু ফোরামের সভাপতি মনির আসলামি, দৈনিক একাত্তর জার্নাল প্রকাশক মোঃ আল মুকিত, চরফ্যাশন ইয়ুথ পাওয়া ইন বাংলাদেশ কো-অর্ডিনেটর মোঃ তরিকুল ইসলাম, ইয়ুথ সদস্য আওরঙ্গজেব আলভী, মোহাম্মদ সিয়াম, রেজবী, নুসরাত ও অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা করোনাকালীন স্বাস্থ্যসেবা, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও বাল্যবিয়ের ঝুঁকিতে সচেতন থাকার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা বলেন, করোনাভাইরাস উপসর্গের লক্ষণ দেখা দিলে শারীরিক দূরত্ব বজায় রেখে সকলকে চলতে হবে। এছাড়াও হাঁচি বা কাসি থেকে নিজেকে ও অপরকে মুক্ত রাখতে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এবং অপরিস্কার ও অপরিচ্ছন্ন হাত দিয়ে নাক, মুখ ও চোখে হাত দেয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি দুই হাত ৪০ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত সাবান পানি অথবা হেন্ড সেনিটাইজার দিয়ে পরিস্কার করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অপরকে রক্ষা করতে ভাইরাসকে প্রতিরোধ করতে হবে। এতে করে সবসময় ঘরে ও বাইরে সতর্কভাবে চলাচলের পাশাপাশি এ সংক্রান্ত বিষয় প্রচার ও প্রচারণার মাধ্যমে সকলের মাঝে তুলে ধরতে হবে।
এসময় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবার জন্য ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে যাওয়া অত্যন্ত জরুরী।
8,883 total views, 1 views today