লালমোহনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

 জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ভোলার লালমোহন  থানার ১৬ টি বিট কার্যালয়ে ” নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র‌্যালী ” অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং সমাবেশ ও র‌্যালীর শ্লোগান ছিল-মুজিববর্ষের  অঙ্গিকার, পুলিশ হবে জনতার এবং  নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে।

১৭ অক্টোবর ২০২০ শনিবার ভোলা জেলা পুলিশের  আয়োজনে  এ উপলক্ষ্যে   আলোচনা সভা  ও  র‌্যালী  বের করে লালমোহন থানার ৭নং বিট পুলিশ। লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান।সমাবেশে বিট এলাকার নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার  মানুষ অংশগ্রহণ করেন। পরে উপস্থিতিদের অংশগ্রহণে লালমোহন থানা ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি লালমোহন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

 8,842 total views,  1 views today