লালমোহনে গাঁজাসহ আটক ২

  জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে গাঁজাসহ মোঃ আব্বাছ (৩০) ও মোঃ মফিজুল ইসলাম (৩৫) নামের দুই জন কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে লালমোহন থানা পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হয়। আটক মোঃ আব্বাস লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ণ পাড়া এলাকার মৃত আমীর হোসেনের ছেলে এবং মোঃ মফিজুল ইসলাম পৌরসভা ১১নং ওয়ার্ড বকশি বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা যায়, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এর মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই (নিঃ) শহিদুল ইসলাম, এএসআই (নিঃ) আঃ জলিল, এএসআই সুমন চন্দ্র তালুকদার, এএসআই মিজানুর রহমান ও এএসআই মোঃ গোলাম ছরোয়ার অভিযান চালিয়ে আব্বা-আব্বাস ও মফিজুল কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৫, তারিখ ১৮অক্টোবর ২০২০।

 

 9,092 total views,  1 views today