চরফ্যাশনে আলোচিত ঝর্ণারানী চাকুরীতে পুনর্বহাল !
মোঃ তরিকুল ইসলাম,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে স্বেচ্ছায় ব্লাড দান করতে আসা ব্যক্তিদের ব্লাড নেয়ার সময় পরিচ্ছন্ন কর্মী ঝর্ণা রানী পা দিয়ে ব্লাড ব্যাগ নাড়াচড়া করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পরে বিবেগ নড়েছে সাধারন মানুষের।
অভিযোগ উঠেছে ঝর্রণা রানীর খুটির জোর কোথায় ?এই ঘটনায় গতকাল রাতে চাকুরিচ্যুতির একদিন যেতে না যেতেই চাকুরিতে পুর্নবহাল ! এক লিখিত বিবৃতিতে ঝর্ণা রানীকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার খবর নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এই খবর শুনে চরফ্যাশনের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন খুশি হলেও, কোন এক অপশক্তির কারনে তাকে পূর্নবহাল করা হয়।প্যাথলজিস্ট ব্যতীত একজন অশিক্ষিত পরিচ্ছন্ন কর্মী দিয়ে ডোনারদের ব্লাড সংগ্রহ করার কাজ করে যাচ্ছে চরফাশন আধুনিক হাসপাতাল।
আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল অভিযুক্তের চাকুরিচ্যুতি করার ঘটনাটি ছিল সাজানো নাটক। এই ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠন ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ), ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ, চিলেকোঠা, বন্ধন ব্লাড ফাউন্ডেশন, গ্যালাক্সি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, সন্ধানী ব্লাড, জলবায়ু ফোরামসহ অসংখ্য সংগঠনের নেতৃবৃন্দ দোষী কর্মির বিরুদ্ধে ব্যাবস্হা নিতে বিবৃতি দিয়েছেন।এ ঘটনার তারা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন৷
ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) এর সাধারন সম্পাদক প্রভাষক ইয়া হিয়াহ ইসলাম মনির বলেন, প্যাথলজিস্ট ব্যতীত একজন পরিচ্ছন্নকর্মী কে দিয়ে ব্লাড এবং পা দিয়ে ডোনারের সামনে নাড়াচড়া করার দৃশ্যের স্হিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।এরপরে রাতেই চরফ্যাশন আধুনিক হাসপাতালের প্রশাসনিক বিভাগ তাৎক্ষনিক চাকুরিচ্যুত করে তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্হা নিয়েছে।তাকে আবার চাকুরিতে পুর্নবহাল করার বিষয়ে আমি জানিনা।
ভোলা জেলা নাগরিক ফোরামের (দক্ষিণ)সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসরাম বলেন,কর্তৃপক্ষ এর দায় কোনবাবে এড়াতে পারে না৷ ইতিপূর্বে এই হাসপাতালে কর্তৃপক্ষের নির্দেশে সিজার না করার কারনে একজন মুমূর্ষু গর্ভবতী রোগীকে বেড থেকে নিচে ফেলে দেয়া হয়েছিল৷ সেই সংবাদ দৈনিক যুগান্তর, ভোরের কাগজসহ একাধিক জাতীয় ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে।
ব্লাড নিয়ে ন্যাক্কারজনক এই ঘটনায় চাকুরিচ্যুতির একদিন পরেই আবারও ঐ কর্মিকে চাকুরিতে পূর্নবহালের বিষয়ে ভোলা ও স্হানীয় প্রশাসনের দৃস্টি কামনা করেছেন স্বেচ্চাসেবি ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ।
9,107 total views, 1 views today