শরীয়তপুর কুলতুরাল এসোসিয়েশন দে বাংলাদেশ এন বার্সেলোনার বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত।

বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুন, বিশেষ প্রতিনিধিঃ  স্পেনের তারাগোনা ক্যামব্রিজ স্বামা পার্ক এ ১৩ই অক্টোবর ২০১৯ ইংরেজী রবিবার শরীয়তপুর কুলতুরাল এসোসিয়েশন দে বাংলাদেশ এন বার্সেলোনার বাৎসরিক বনভোজন অনুষ্টিত হয়। সকাল ৯.৪৫ মিনিটে বার্সেলোনার সান্ত এন্তনি আবাদ হইতে গাড়ী গন্তব্য অভিমূখে যাত্রা শুরু করেন,নেতৃবৃন্দের তত্ত্বাবধানে কোরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে যাত্রার শুভ সুচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, কেমব্রিজ স্বামা পার্ক পৌঁছা অবধি বার্সেলোনার স্হানীয় শিল্পী এবং কলা কৌশলীরা গান কৌতুক ও রকমারি কথা মালায় সকলকে মাতিয়ে রাখেন। ১ঘন্টা ৪৫ মিনিট সময়ের মধ্যে গাড়ী গন্তব্য স্হানে পৌছেন।খেলাধুলা গান সহ রখমারী ইভেন্টে সাজানো ছিল পুরো সময়, সন্ধ্যা ৭টা পর্যন্ত চলতে থাকে আনন্দঘন অনুষ্টান,খাওয়া পর্ব শেষে সভাপতি হাজী মোহাম্মদ সুলতান হোসেন এর নিজস্ব উদ্যোগে বনভোজনে উপস্থিত সকলকে উৎসাহ মূলক সান্ত্বনা পুরুষ্কার প্রধান করা হয়।                

বৎসরের শেষ বনভোজনে উপস্থিত ছিলেন শরীয়তপুর কুলতুরাল দে বাংলাদেশ এন বার্সেলোনার সভাপতি হাজী মোহাম্মদ সুলতান হোসেন, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি সাজেদা আক্তার খনিকা,সহ সভাপতি মোহাম্মদ আশরাফ মোল্লা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রাসেল হাওলাদার,যুগ্ন সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হিরন,সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শফিক খান,মোহাম্মদ রিয়াদ হাওলাদার, রোবেল খান,জাফর হোসেন সহ কমিউনিটি ব্যক্তিবর্গ। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বনভোজনে উপস্থিত সকলের উদ্দেশ্যে তাদের সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসী সকল বাংলাদেশীদের স্বার্থে একাত্মতার সহিত কাজ করার প্রতিশ্রুতি দেন। পরিশেষে সভাপতি ও সাধারণ সম্পাদক বনভোজনে উপস্থিত সবাই কে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন। রাত ৯ টায় সকলে গন্তব্যে ফিরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *