নাট্যজন লিয়াকত আলী লাকীর অনবদ্য মঞ্চকীর্তি, লোক নাট্যদলের পদাবলী যাত্রাপালা ‘সোনাই মাধব’

বিশেষ প্রতিনিধি রিপন শানঃ ময়মনসিংহের গীতিকা’র অনন্য সৃষ্টি পদাবলী যাত্রাপালা ‘সোনাই মাধব’। অভিনয়, নাচ ও গানের অনন্য সৃষ্টি এই পদাবলী যাত্রাপালাটি মঞ্চে এনেছে লোক নাট্যদল ।
৮ নভেম্বর ২০১৯ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হয় মনোমুগ্ধকর এই পদাবলী যাত্রাপালাটি। দীনেন্দ্র চৌধুরী ও লিয়াকত আলী লাকীর মূলসুরাশ্রিত পদাবলী যাত্রাটির মনোরম আধুনিক রূপায়ণ, পরিকল্পনা, সঙ্গীত পরিচালনা ও নির্দেশনা করেছেন লোক নাট্যদলের দলপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যব্যক্তিত্ব , বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ‌।
সোনাই এবং মাধবের প্রেম ও বিচ্ছেদের পাশাপাশি মানব সমাজের বিভিন্ন করুণ দিক এতে তুলে ধরা হয়েছে। কাহিনী অনুযায়ী, গ্রামের দেওয়ান ভাবনার অত্যাচারে সুন্দরী মেয়েরা ঘরের বাইরে যেতে পারে না। সে সোনাইয়ের কথা জেনে তার মামার কাছে যায়। মামা প্রথমে সোনাইকে ভাবনার সঙ্গে বিয়ে দিতে রাজি হয় না, পরে মৃত্যুর ভয় দেখালে সে বলে দেয় নদীতে জল আনতে গেলে সে যেন সোনাইকে বজরায় তুলে নেয়। ভাবনা তাই করে। বজরা থেকে কান্নার শব্দ শুনে মাধব গিয়ে তাকে উদ্ধার করে এবং দেখে সে তারই সোনাই। সোনাইয়ের সঙ্গে মাধবের বিয়ের আয়োজন চলে। যার কারণে মাধবের বাবাকে ধরে নিয়ে যায় দেওয়ান। বাবাকে উদ্ধারের জন্য দেওয়ানের কাছে যায় মাধব। সোনাই এক বছর একা থাকে ঘরে। তারপর ফিরে আসে তার শ্বশুর, বলে সোনাই না গেলে মাধবকে ছেড়ে দেবে না। বাধ্য হয়ে সোনাই যায় মাধবকে ছাড়াতে। দেওয়ান মাধবকে ছেড়ে দিয়ে সোনাইকে আটকে রাখে। কিন্তু ঘরে এসে দেখে সোনাই বিষপানে আত্মহত্যা করেছে। এভাবেই এগিয়ে যায় পদাবলী যাত্রাপালাটির কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোকসানা, জাহিদুল কবির, রহিমা খাতুন, উম্মে মরিয়ম, কিশোয়ার জাহান, মোমিন মিয়া, সুচিত্রা রানী সূত্রধর, রওশন হোসেন, তাজুল ইসলাম মুন্সি, লিয়াকত আলী লাকী প্রমুখ।

পালাটির মঞ্চায়নে নান্দনিক আলোক আলোকসজ্জা করেছেন-মাসুদ সুমন, সুজন মাহাবুব ও বজলুর রহমান । জাহাঙ্গীর রানা ও শিশির কুমারের চমৎকার মঞ্চ ব্যবস্থাপনায়, শুভাশিস দত্ত তন্ময় ও জাহাঙ্গীর হোসেনের রূপসজ্জায়, আইরিন পারভীন লোপার বর্ণাঢ্য পোষাক পরিকল্পনায় লোক নাট্যদলের পদাবলী যাত্রা ‘ সোনাইমাধব ‘ হলভর্তি দর্শকের বিপুল ভালোবাসা অর্জন করে । আর দেওয়ান ভাবনা চরিত্রে পালাটির পরিকল্পক ও নির্দেশক নাট্যজন লিয়াকত আলী লাকীর রহস্যময় বহুমাত্রিক অভিনয় দর্শক বহুকাল মনে রাখবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *