ইতালীতে তুসকোলানা নারী সংস্থার নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন ।

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ ব্যাপক উৎসব আনন্দের মধ্য দিয়ে তুসকোলানা নারী সংস্থার বসন্ত উৎসব সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত ২৩ই ফেব্রুয়ারী রবিবার ঝাঁকজমকপূর্ণভাবে তুসকোলানা চিকেন কিং এর হলরুমে বসন্ত উৎসব উদযাপন করা হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে নারী, শিশুরা নানা ধরনের সাজে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে থাকে সবাই।

সহস্রাধিক নবীণ- প্রবীণ সহ ইতালীস্থ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক বর্ণাঢ্য মিলনমেলায় রূপ নেয়। সকলের পদভারে ও ব্যাপক উচ্ছ্বাসে চিকেন কিং এর হলরুম উৎসবে মুখরিত হয়ে উঠে। সকলের মাঝেই একটা সাজ সাজ রব পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে তুসকোলানা নারী সংস্থার সভাপতি মেরিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবাইয়াত ইসলাম রীতি’ র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা সমাজ কল্যান সমিতি ইতালী সভাপতি লায়লা শাহ। বিশেষ অতিথি ছিলেন মহিলা সংস্থা ইতালী সাধারন সম্পাদক সৈয়দা আরিফা।                                

 

এ ছাড়াও বসন্ত বরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুসকোলানা নারী সংস্থার সিনিয়র সহ সভাপতি সোনিয়া রহমান, সহ সভাপতি বিউটি আক্তার, সাংগঠনিক সম্পাদক সিলভিয়া। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা সমিতি’র সহ সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, মহিলা সম্পাদিকা শাহেরা বানু রানী, নারগিস হাওলাদার, মোহাম্মদ নিলুফার বানু নিলা, তাহমিনা আক্তার, ইফরোজা খানম ইফা, বাংকার সমিতির প্রধান উপদেষ্টা তারা মিয়া, সহ সভাপতি শাহজাহান, সাহেদ, সাংগঠনিক সম্পাদক সুজন হাওলাদার প্রমূখ। এসময় উপস্থিত তুসকোলানা নারী সংস্থার নেতৃবৃন্দরা বলেন সব কিছুর উর্ধ্বে উঠে আমরা সব সময় এমন হাসি আনন্দে মেতে উঠতে চাই। তারা আরো বলেন আমাদের সকলের অক্লান্ত শ্রম দিয়ে আয়োজন সফল করতে পেরেছি, আমাদের সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও লক্ষ্য করা গেছে নারী ও শিশুদের আনন্দ উল্লাস ছিলো চোখে পরার মতো, শাড়ীসহ হরেক রকমের সাজ সজ্যায় নিজেকে সাজিয়ে এসেছিলো এ বসন্ত উৎসব অনুষ্ঠানে। বাঙ্গালীর বসন্ত উৎসবটি যেনো খনিকের জন্য এসেছিলো দিনটিতে এমনটি বললেন প্রবাসী নারীরা। এ উৎসব নতুন প্রজন্ম জানবে বাংলার সংস্কৃতি, কৃষ্টি কে এজন্যই এই আয়োজন বললেন তুসকোলানা নারী সংস্থার সভাপতি মেরিন খান। শেষে নৃত্য শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 2,185 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *