ইতালির রোমে আমিনুর রহমান সালামের আমন্ত্রণে বৃহত্তর ঢাকাবাসীর বসন্ত সন্ধ্যা অনুষ্ঠিত ।

মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধিঃ বাংলার ঋতুরাজ বসন্ত মানুষের মনে যেমন আনন্দ উৎসবে সৃষ্টি করে, ঠিক তেমনি ইতালির রোমে অনুষ্ঠিত বসন্ত সন্ধ্যায় বৃহত্তর ঢাকাবাসী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। বসন্ত সন্ধ্যা কে কেন্দ্র করে বৃহত্তর ঢাকাবাসীর এক মিলন মেলায় পরিণত হয়েছিল।

বৃহত্তর ঢাকা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান সালাম এর আয়োজনে অনুষ্ঠিত এই বসন্ত সন্ধ্যায় সভাপতিত্ব করেন শোয়েব দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুরে-আলম সিদ্দিকী বাচ্চ, ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইতালি বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম সাইমন, বৃহত্তর ঢাকা জেলা সমিতির উপদেষ্টা লায়লা শাহ, ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ রিপন, সাধারণ সম্পাদক মনজুর আহমেদ মঞ্জু সহ বৃহত্তর ঢাকা জেলার বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা। এ সময় বক্তারা বলেন বৃহত্তর ঢাকাবাসী সবসময়ই ঐক্যবদ্ধ এবং কমিউনিটির সকল কাজে অবদান রেখে আসছে। তারা আরও বলেন, ইতালিতে রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক; এমনকি প্রবাসী বাংলাদেশীদের অধিকার আদায়ের লক্ষ্যে সকল কর্মকান্ডে ঢাকাবাসী নেতৃত্ব দিয়ে আসছে। আগামীতেও তাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এছাড়াও আয়োজক আমিনুর রহমান সালাম সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বৃহত্তর ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ একটি প্লাটফর্মে কাজ করার লক্ষ্যে মূলত এই বসন্ত সন্ধ্যা। তিনি প্রত্যাশা করেন, ঢাকাবাসীর ঐক্যের মধ্য দিয়ে ইতালিতে প্রবাসী বাংলাদেশী এগিয়ে যাবে।
1,680 total views, 1 views today