লালমোহনে মানহীন নকল ঔষধ বাজারজাত বন্ধ করা ও সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করা বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।

সাব্বির আলম বাবু, নিজস্ব প্রতিনিধিঃ ভোলা জেলার লালমোহন কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির আয়োজনে সরকার এবং ঔষধ প্রশাসন কর্তৃক নির্দেশিত নকল ঔষধ বাজারজাত বন্ধ করা ও সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করা বিষয়ক ওরিয়েন্টেশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হলরুমে বিভিন্ন ইউনিয়ন এবং বাজারের ফার্মেসির মালিকদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়। উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আশরাফ উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও সম্পাদক বদরুজ্জমান বাদলের সঞ্চলনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব হাফিজুর রহমান। সভায় জেলা সমিতির নেতৃবৃন্দ, উপজেলা ফারিয়ার সভাপতির সাথে ইউনিয়ন নেতৃবৃন্দরা নিজেদের বক্তব্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মতো ভোলা জেলার প্রতিটি বাজারের ফার্মেসীতে সকলের সম্মিলিত প্রতিরোধে নকল ঔষধ বিক্রি বন্ধ এবং সরকার নির্ধারিত প্যাকেটের গায়ে ছাপানো মূল্যে ঔষধ বিক্রির উপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি মেয়াদ উত্তীর্ন ঔষধ কোম্পানীকে ফেরত, নতুন ফার্মেসী মালিকদের ফার্মাসিস্ট ও ড্রাগ লাইসন্স করা, ভোক্তা অধিকার এবং ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করার উপর আলোচনা করা হয়।
1,585 total views, 1 views today