ডেস্ক রিপোর্টঃ অদ্য ১০-১১-২০১৯ইং রোজ রবিবার স্থানীয় একটি অভিজাত হোটেলের হল রুমে অষ্ট্রিয়া বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। সাবেক সদস্য সচিব রেজাউর রহমান পলাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপি অষ্ট্রিয়ার সাবেক যুগ্ম আহবায়ক এছানউল্ল্যাহ আলমগীর।
সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক ঢাকার অবিভক্ত মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ও অষ্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা মরহুম আলহাজ্ব শেখ শামসুজ্জামান বাবুল এর রুহের মাগফেরাত কামনা করে দোওয়া করা হয়। সেই সাথে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সর্বোপরি জিয়া পরিবার এর জন্য দোওয়া করা হয়। মহান বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় অংশ নেন সর্ব জনাব মোহাম্মদ মোস্তফা, হানিফ ভূইয়া, মেহেদী জাহিদ, মোয়াজ্জেম হোসেন, রোকন তালুকদার, কামাল হোসেন,দুলাল ভূইয়া, হাসানুর রহমান, শামসুজ্জামান চৌধুরী শাহীন, জামাল উদ্দিন,আরেফিন রানা, দিদার বেপারী, ইকবাল হোসেন, তোফাজ্জল হোসেন প্রমুখ।