ভিয়েনায় “অষ্ট্রিয়া বঙ্গবন্ধু পরিংষদ গঠিত”

১৪ জুলাই ২০১৯ ভিয়নার কেন্ট হোটেল এর হল রুমে বঙ্গবন্ধু ভক্তদের উপস্হিতিতে
জনাবা নাসরিন নাহীদকে সভানেত্রী এবং সৈয়দ রহমান মুক্তাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের একটি কার্যকরি পরিষদ গঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সর্ব্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি, মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম ও অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি জনাব খন্দকার হাফিজুর রহমান নাছিম।

জনাবা নাহীদ বন্ধন মহিলা সমিতি ও তওফিক কল্যান সমিতির বর্তমান সভানেত্রীও। তিনি বাংলাদেশ অষ্ট্রিয়া প্রেস ক্লাবের সাবেক সভানেত্রী ও অষ্ট্রিয়া থেকে একমাত্র প্রকাশিত বাংলা পত্রিকা ইউরোসংবাদের প্রকাশিকা ছিলেন। কার্যকরি পরিষদের অনান্যরা হচ্ছে: সহ সভাপতি জনাব মজনু আজাদ, জনাব সাখাওয়াত হোসেন সেলিম ও জনাব রতন শাহা, সহ সাধারণ সম্পাদক জনাব ইমরুল কায়েস, কোষাধক্ষ্য জনাব সাইফুল ইসলাম জসিম, সদস্য জনাব সাহাদত হোসেন ও জনাব ফখরুল হুদা।

 8,073 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *