মহামায়ার মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে ইতালীর রোমে হিন্দু উদযাপন পরিষদের শারদীয় দূর্গাউৎসব সু-সম্পন্ন ।

মিনহাজ হোসেন, ইতালী প্রতিনিধিঃ জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যে এসেছেন। বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। গত শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গা দেবীর মর্ত্যে আগমন ঘটে। এবার দেবীর আগমন-গমন (বিদায়) দুটোই ঘটেছে (ঘোড়ায়) চড়ে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা। বাঙালিদের কাছে শারদোৎসব নামে পরিচিত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গত ২৮ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে। দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী শুক্রবার (৪ অক্টোবর) ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। শনিবার মহাসপ্তমী, রবিবার মহাঅষ্টমী ও কুমারী পূজা এবং ৭ অক্টোবর মহানবমী পূজা, সর্বশেষ ৮ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে টানা পাঁচ দিনের দুর্গোৎসব। দুর্গাপূজা উপলক্ষে ইতালী রোমে হিন্দু উদযাপন পরিষদের আয়োজনে তরপিনাত্তারার ৬নং কমুনির হলে আয়োজিত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব দেবনাথের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নোবেল সাহা প্রানবন্ত সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রায় এর আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র, ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি আব্দুর রউফ ফকির, প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, মাহাবুব প্রধান, দপ্তর সম্পাদক হাবিব মকদম, বিঙ্গান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালী, সম্মানিত সদস্য মুজিবুর সিকদার, মোঃ জহিরুল ইসলাম, ইউসুফ ভূইয়া, ফারুক ফরাজী, ইতালী মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নয়না আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি, সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারন সম্পাদক শাব্বির আহমদ, ঢাকা বিভাগ সমিতির সভাপতি মোহাম্মদ লিটন, সাধারন সম্পাদক ইমরুল কায়েছ, যুবলীগ ইতালী শাখা ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য শিমুল রহমান, শেখ রাশেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ, দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, প্রচার সম্পাদক লোকমান মাতবর, সেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা মাসুদ রানা ও ইকবাল ঢালী, এছাড়াও আল আমিন ভূইয়া, সুমন আহমেদ, সহআরো অনেকেই। অনুষ্ঠানের প্রতিদিনের অধিবেশনে প্রতিদিন ই ছিল পূজার ভজন, কীর্তণ, ও নৃত্য, গীতি নাট্য ও প্রসাদ বিতরণ। পরিশেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রায় বলেছেন, দেবী দুর্গার আগমনের ক্ষণে সব অসুর, অশুভ অপশক্তি পরাজিত হোক, আমাদের সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক। প্রবাসে বাংলা ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে সবাই মিলে আমরা এগিয়ে যাই এক টুকরো স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে।
