নিউজ ডেস্কঃ দিবালোক সঞ্চয়ের কারনে ইউরোপের অনেক দেশেই ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয়। ঘড়ির কাঁটা বছরে দুইবার এই পরিবর্তন আনা হয়। এভাবে একবার সামনে একবার পেছনে এক ঘণ্টা পরিবর্তন করা হয়। সেই কারণে আগামী ২৬শে অক্টোবর ২০১৯ইং দিবাগত রাত ৩ টায় অষ্ট্রিয়ায়ও এই পরিবর্তন আনা হবে। এটা শীত কালীন পরিবর্তন। চালু থাকবে আগামী বছরের ২৮শে মার্চ ২০২০ইং দিবাগত রাত ৩ টা পর্যন্ত। মূলত দিনের আলো সঞ্চয় করার জন্যই এই পরিবর্তন আনা।
এই পরিবর্তনের ফলে অষ্ট্রিয়ার সাথে বাংলাদেশের সময়ের তারতম্য হবে ৫ ঘণ্টা, অর্থাৎ বাংলাদেশে যখন সকাল ১০ টা, তখন অষ্ট্রিয়া সকাল ৫ টা।