বার্সেলোনা থেকে নিজস্ব প্রতিনিধি, জেবুন্নেছাঃ স্হানীয় মধুর কেন্টিন রেস্টুরেন্টে বার্সেলোনায় কানেক্ট বাংলাদেশের ২২ ও ২৩ শে অক্টোবর মঙ্গলবার ও বুধবার ২দিন ব্যাপী বিশেষ অধিবেশন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকারের লক্ষ্যে কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই অধিবেশন ও সাংগঠনিক সভা ,কবি বাবুল তালুকদার ও আবছার হোসেন নিলুর সঞ্চালনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মোহাম্মদ ইলিয়াঁছ,২দিন ব্যাপী সভায় বক্তাগণ সংগঠনের বিভিন্ন দিক , বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার নিয়ে বিষদ আলোচনা করেন।
বন্ধুত্বপূর্ণ আলোচনা ও সমালোচনার ভিত্তিতে বাংলাদেশীদের উন্নয়ন ও অধিকারের একটি শক্তিশালী অবকাঠামো তৈরি করে সমন্নয়ের মাধ্যমে পথচলার অঙ্গীকার কানেক্ট বাংলাদেশের মূল লক্ষ্য।বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার রক্ষায় কানেক্ট বাংলাদেশ কর্মকর্তাদের সমন্বয়ে ২৯ এপ্রিল ২০১৬ হইতে যাত্রা শুরু করে অদ্যাবধি দেশ হইতে দেশান্তরে সম্মানের সহিত শাখা প্রশাখা বিস্তারে সচেষ্ট।২ দিন ব্যাপী কানেক্ট বাংলাদেশের বিশেষ অধিবেশন ও সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াছ ,কবি বাবুল তালুকদার, আবছার হোসেন নিলু, আমেরিকা কেন্দ্রীয় সমন্বয়ক হাকিকুল ইসলাম খোকন, ফ্লোরিডা কেন্দ্রীয় সমন্বয়ক নওশাদ চৌধুরী, কানাডা কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ ইলিয়াছ মিয়া, লন্ডন কেন্দ্রীয় সমন্বয়ক ডাঃ গিয়াসউদ্দিন আহমেদ,আবু আহমেদ খিজির,নুরুল আমিন,মাবুদ সাঈদ,বাবুল তালুকদার,এটম চৌধুরী, মোহাম্মদ শিবলী সাদিক, ইতালি কেন্দ্রীয় সমন্বয়ক আখি লিমা কাওসার, আলম শাহ, মুজিবুর রহমান,কাজী জাকারিয়া, রওশন আরা, শাহিন খলিল কাওসার,রুস্তম আলী, জমির হোসেন সহ রাজনৈতিক, সামাজিকও সাংবাদিক ব্যক্তিবর্গ।