বাংলাভিশন টি ভি এর সিনিয়র রিপোর্টার রিশান নাসরুল্লাহ কে ভিয়েনা বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করলেন অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ।

ডেস্ক রিপোর্টঃ গত ১৫ই সেপ্টেম্বর ২০১৯ইং রোজ রবিবার বিকেল ৩ টার সময় সৌদি এয়ারলাইন্স যোগে বাংলাভিশন টি ভি এর সিনিয়র রিপোর্টার রিশান নাসরুল্লাহ, ভিয়েনা আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছিলে অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং ইউরো সমাচার পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান, কোষাদক্ষ এবং কবি আনিসুজ্জামান,এন টি ভি ইউরোপ এর অষ্ট্রিয়া প্রতিনিধি এবং ইউরো সমাচার পত্রিকার সহ সম্পাদক সোহেল চৌধুরী, প্রেস ক্লাব সদস্য নজরুল জামান খালেদ এবং ইউরো বাংলা টি ভি এর ফটো সাংবাদিক মাসুক আহমেদ চৌধুরী । রিশান নাসরুল্লাহ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) ৬৩ তম সাধারণ সভার নিউজ কাভার দেয়ার জন্য ভিয়েনা এসেছেন। এই সভা ১৬ থেকে ২০ শে সেপ্টেম্বর ২০১৯ইং পর্যন্ত চলবে। আগামী ২২ শে সেপ্টেম্বর তিনি বাংলাদেশের উদ্দেশে ভিয়েনা ত্যাগ করবেন।