ইউরোপের অন্যান্য দেশের মত অষ্ট্রিয়াবাসীও আজ ১ ঘণ্টা বেশী ঘুমালো

নিউজ ডেস্কঃ অস্ট্রিয়া সহ সারা ইউরোপের সময়সূচী বদলে গেল আজ রাত থেকে । ২৫ অক্টোবর ২০২০ রবিবার ইউরোপের সময়সূচী বদলে ১ঘন্টা কমে শীতকালীন সময়সূচী শুরু হলো ।
ঘড়ির কাঁটা আজ ১ঘন্টা কমে গেছে । রাত ৩ টায় ঘড়ির কাঁটা ঘুড়িয়ে রাত ২ টা করা হলো। আজ থেকে বাংলাদেশের সাথে এখন ইউরোপের সময়ের ব্যাবধান হলো ৫ ঘন্টা । অষ্ট্রিয়ায় যখন সকাল ৮ টা, বাংলাদেশে হবে তখন দুপুর ১ টা।
10,020 total views, 1 views today