অস্ট্রিয়ার OÖ রাজ্যের Wels জেলার পত্রিকা “Die Monatliche” এর ৩৭ বৎসর বয়স্ক সম্পাদকের করোনায় মৃত্যু !
বড় বোনের করোনার বিধিনিষেধ মানার অনুরোধ বরাবরই উপেক্ষা করেছিল মৃত Markus Löffler(৩৭)

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ অস্ট্রিয়ার Wels জেলায় Markus Löffler ই সবচেয়ে অল্প বয়স্ক যিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। তার বড় বোন Barbara B. তাদের জেলায় করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে Markus কে তিনি মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার সহ যাবতীয় বিধিনিষেধ মেনে চলার অনুরোধ করে বারবারই ব্যর্থ হয়েছেন। Markus Löffler ২০১২ সাল থেকে Wels জেলার পত্রিকা “Die Monatliche” এর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বোন সংবাদ মাধ্যমকে জানান,গত সপ্তাহের প্রথম দিকে তার ভাই গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়ে। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার লাফলারকে ওয়েলসের ক্লিনিকে ভর্তি করা হয়। তারপর এই ক্লিনিকে তার করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার তার অবস্থার কিছুটা উন্নতি হলেও সোমবার পুনরায় অবনতি হয়।
তার বোন সংবাদ মাধ্যমেকে জানান,মঙ্গলবার রাত ৩ টায় তার ভাই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। Wels ক্লিনিকের একজন চিকিৎসক জানান,আমরা Wels এর জনপ্রিয় পত্রিকার সম্পাদককে বাঁচাতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। জানাগেছে মৃত Markus কিছুটা স্হূলকায় এবং তার শরীরের ওজনও কিছুটা বেশী ছিল। উক্ত চিকিৎসক সকলকে এই করোনা ভাইরাস সম্পর্কে সব সময় সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন,অধিকাংশ ক্ষেত্রেই এই ভাইরাসে আক্রান্তরা সহজেই সুস্থতা লাভ করলেও অনেকেরই জন্য মৃত্যুর কারন হয়ে দাঁড়াতে পারে। আজ Oberösterreich রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৯০১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।
10,287 total views, 1 views today