বার্সেলোনায় সাবেক ছাত্রলীগ ফোরাম কাতালোনিয়ার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বার্সেলোনা থেকে – জেবুন্নেছা হারুনঃ- সাবেক ছাত্রলীগ ফোরাম কাতালোনিয়ার উদ্যোগে ১০ ই নভেম্বর ২০১৯ রবিবার বার্সেলোনার প্লাজা পেদ্রো শহিদ মিনার চত্বর সংলগ্ন রেষ্টুরেন্টে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সদস্য সচিব ময়নুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মিজানুর রহমান।

কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল মোতালিব ।সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ দুলাল, সংগঠনের প্রথম সদস্য হীরা আলম,আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন হারুন, আবু তালেব আল মামুন লাভু, সহজ মোল্লা,বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শাহ আলম স্বাধীন,আশফাক মিয়া ফাঁকু,যুবলীগ সভাপতি শাহাবুদ্দীন,সাবেক ছাত্রলীগ নেতা মিজান সানা, মিজানুর রহমান সহ সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

শিক্ষা শান্তি প্রগতির মোহর অংকিত ছাত্রলীগের গৌরব উজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা বলেন মহান স্বাধীনতা ,৯০ এর গন আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন সহ দেশের
বৃহত্তর সংকটে ছাত্র লীগের ভূমিকা অপরিসীম। ছাত্রলীগ নিজের বলে বলিয়ান ,প্রয়োজনে জীবন উৎসর্গ করার সর্বোৎকৃষ্ট উদাহরণ ছাত্রলীগের।পূর্ব বাংলার সূর্যোদয়ে গঠিত বালাদেশ ছাত্রলীগ দেশ গঠনে অদ্যাবধি নিজের স্বাক্ষর রেখে চলছেন,কখনো সেবক কখনো সৈনিক হয়ে সোনার বাংলা গঠনে জন্ম থেকে চলমান তার ভূমিকা প্রশংসনীয়।বক্তারা শুদ্ধি অভিযান সহ দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার প্রশংসা করেন।

সভার সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন, শুধু বাংলাদেশের মাটিতে নয়,বিদেশের মাটিতেও তার সুনাম অক্ষুন্ন রাখিতে সক্ষম তথা ছাত্রলীগ নিজের বলে এগিয়ে চলে।পরিশেষে উপস্থিত সবাই কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 1,466 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *