বাংলাদেশ-বাল্টিক চেম্বার অব কমার্স গঠনের উদ্যোগ ।

মিনহাজ হোসেন, ইতালী প্রতিনিধিঃ  বাংলাদেশ-বাল্টিক চেম্বার অব কমার্স গঠনের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে লাটভিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি বাল্টিক বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শুক্রবার লাটভিয়ার রাজধানী রিগায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) সহযোগিতায় রেডিসন ব্লু হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। আলোচনা সভায় বক্তব্য রাখেন আয়েবা সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন, পোল্যান্ডের অনারারি কন্সাল ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আয়েবা সহ-সভাপতি ফখরুল আকম সেলিম, বাংলাদেশ কমিউনিটি ইন লাটভিয়ার প্রেসিডেন্ট তারেক আহমদ, আয়েবা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল হক ফেরদৌস, বাংলাদেশ কো-অর্ডিনেটর তানভীর সিদ্দিকী প্রমুখ।  
স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে মিহাইলিস , অলগা কারাবলিনা, আররতুস ভেইসপালস,ভেলরি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বাল্টিক বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হলে বাংলাদেশি বিভিন্ন পণ্য খুব সহজে বাল্টিক দেশগুলোর বাজারে প্রবেশ করতে পারবে। পাশাপাশি বাংলাদেশেও বাল্টিক দেশ গুলোর বিনিয়োগের পথ প্রশস্ত হবে। সভায় লাটভিয়ার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *