ইতালির রোমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মিনহাজ হোসেন, ইতালি প্রতিনিধিঃ ৭ ই  নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোম মহানগর বি এন পি, সেন্তসেল্লে শাখা একটি আলোচনা সভার আয়োজন করে। ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের চিকেন হাট এন্ড স্বদেশ বাংলা রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালি বি এন পির সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান বক্তা ছিলেন ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। রোম মহানগর বি এন পি, সেন্তসেল্লে শাখা আয়োজিত এই আলোচনা সভাটির সভাপতিত্ব করেন সভাপতি মজিবর রহমান সিকদার। পরিচালনা করেন যৌথভাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামিম।                   
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইতালি বি এন পির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সহ সভাপতি হাজী নুরে আলম, মায়নুল আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, আবুল কালাম সায়মন, আল আমিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, সদস্য মিজান মল্লিক, রোম মহানগর বি এন পির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার সহ অনেকে। প্রধান অতিথি ইতালি বি এন পির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক বলেন” বি এন পি অত্যন্ত জনপ্রিয় একটি দল। আর তাই এই সরকার বি এন পির জনপ্রিয়তায় ভীত। সে কারণেই মিথ্যা মামলায় খালেদা জিয়া কারাবন্দী। তিনি বলেন প্রতিটি নেতা ও কর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। সেই সঙ্গে দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রামে অংশ গ্রহণ করতে হবে। ১৭ কোটি জনগণকে মুক্ত করতে হবে। তাদের দিতে হবে ভোটের অধিকার। প্রধান বক্তা ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন” সিপাহী ও জনতার স্বতঃস্ফূর্ত ভাবে বিপ্লবের মধ্যে বি এন পির প্রতিষ্ঠাতা ও বীর উত্তম মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেনট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই গণতন্ত্র কে হত্যা করা হয়েছে। দেশে চলছে গুম, খুন ও হত্যার খেলা, বিরোধী দলকে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। দলের এই ক্রান্তিকালে পদ পদবী কে ভুলে শুধুমাত্র একজন জিয়ার সৈনিক হিসাবে বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে কারামুক্ত করার লক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানান। অন্যান্য বক্তারাও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *