মোমিন মেহেদীর জন্মদিনে সেভ দ্য রোডের শুভেচ্ছায়োজন
নিউজ ডেস্কঃ সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর জন্মদিনকে কেন্দ্র করে শুভেচ্ছায়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মল্লিক। বক্তব্য রাখেন মহাসচিব শান্তা ফারজানা, অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল অদুদ, আল মাসুম, মো. মিল্টন. আলী হোসেন, মোহাম্মদ মিরাজ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আকাশ-সড়ক- রেল ও নৌপথ ঝুঁকিমুক্ত এবং চালক-পথিক-যাত্রীদের সচেতনতার জন্য নিবেদিত দেশের একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর মাধ্যমে মানুষকে সচেতনতার কাজটি গত ১৩ বছর যাবৎ করছেন মোমিন মেহেদী। দেশকে ভালোবেসে সকলকে এখন এগিয়ে আসতে হবে বাংলাদেশের সকল পথ নিরাপদ করার লক্ষ্যকে সামনে রেখে।
14,624 total views, 1 views today