ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টে ৪৯ জন অবৈধ অভিবাসী গ্রেফতার

ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের জেলা পুলিশ তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে পুলিশের বিশেষ ডিটেনশন সেলে নিয়েছে

 ইউরোপ ডেস্ক থেকে, কবির আহমেদঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন গতকাল মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের পুলিশ স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে অভিবাসীদের গ্রেফতার করে। ধারণা করা হচ্ছে কোন মানুষ পাচারকারী ব্যক্তি তাদে লরিতে করে পরিবহন করে এনে বেগতিক দেখে ১০ নাম্বার ডিস্ট্রিক্টে রেখে পালিয়ে গেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে একসাথে এতো মানুষ এবং তাদের আচরণ সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এক ব্যক্তি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যান। প্রথমে টহল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণের পুলিশের বাস এসে তাদের নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে এপিএকে বলা হয়েছে অবৈধ অভিবাসীদের মধ্যে ৪৩ জন সিরিয়ার এবং ৬ জন মিশরীয় নাগরিক।

পুলিশ আরও জানিয়েছে, তাদের থেকে কয়েকজন জিজ্ঞাসাবাদে হালকা ইংরেজী ভাষায় জানিয়েছে তাদের গন্তব্য ছিল জার্মানি এবং ফ্রান্স। পরে অবশ্য কয়েকজন অস্ট্রিয়ান পুলিশের নিকট অস্ট্রিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।

ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের পুলিশের পক্ষ থেকে এপিএকে আরও জানানো হয়েছে, তাদেরকে গতকাল বিকালে তাদেরকে বিটারলিচস্ট্রাসে এবং গ্যাডনারগাসে দুই দলে বিভক্ত অবস্থায় আটক করে। আজ বুধবার তাদেরকে অস্ট্রিয়ান পুলিশের একটি  ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনস্থ এলিয়েনস পুলিশ এবং ডিটেনশন ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণে তাদেরকে আইনের আওতায় নেয়া হয়েছে।

ভিয়েনা পুলিশ প্রশাসনের মুখপাত্র মার্কাস ডিট্রিচ এপিএকে এক সাক্ষাৎকারে বলেন, তাদের কারও কাছেই অস্ট্রিয়া ভূখন্ডে ভ্রমণের কোন বৈধ কাগজপত্র ছিল না। তাই তাদের বিরুদ্ধে অস্ট্রিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে অস্ট্রিয়ায় অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য বাধ্যতামূলক প্রায় এক বছরের জেল এবং জেলের পর দেশে ফেরত পাঠানোর নিয়ম প্রচলিত আছে। গ্রেফতারকৃতদের মধ্যে শিশু,নারী ও বৃদ্ধ মানুষও রয়েছে বলে জানা গেছে।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২,২৮৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১২ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬১৫ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৫৬৯ জন, NÖ রাজ্যে ৩৪৯ জন, Steiermark রাজ্যে ৩০০ জন, Salzburg রাজ্যে ১৩২ জন, Kärnten রাজ্যে ১১০ জন, Tirol রাজ্যে ১০৬ জন, Vorarlberg রাজ্যে ৫৫ জন এবং Burgenland রাজ্যে ৪৭ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে মাত্র ১৩,৪৫৮ ডোজ এবং এই পর্যন্ত মোট দেয়ার পরিমাণ ১,০৮,১৭,১৭৯ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৪ লাখ ৩ হাজার ৪১৯ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬০,৫ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭,৪১,০৪৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৯৯৮ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন মোট ৭,১০,০৬৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৯,৯৭৯ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ২২৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৭০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 14,660 total views,  1 views today