ভিয়েনায় স্কুল খোলার পর থেকে এই পর্যন্ত প্রায় ৭৫০ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত

সমগ্র অস্ট্রিয়ায় এই পর্যন্ত প্রায় ১,২০০ জন শিক্ষার্থী করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছে
কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন।এপিএ জানায়, সেপ্টেম্বর মাসে অস্ট্রিয়ার নতুন শিক্ষা বছরে এই পর্যন্ত ১,১৮৩ জন শিশু শিক্ষার্থী করোনার পিসিআর পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে।এর মধ্যে ফেডারেল রাজধানী ভিয়েনাতেই প্রায় ৭৫০ জন শিশু শিক্ষার্থী করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
ভিয়েনা ব্যতীত অস্ট্রিয়ার অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে আপার অস্ট্রিয়ায় ১৩৮ জন শিশু শিক্ষার্থী, স্টায়ারমার্ক রাজ্যে ৭৮ জন, লোয়ার অস্ট্রিয়ায় ৭৭ জন, সার্লজবুর্গ রাজ্যে ৪৩ জন, কের্নটেন রাজ্যে ৩৫ জন, বুর্গেনল্যান্ড রাজ্যে ৯ জন এবং ভোরালবার্গ রাজ্যে ৭ জন শিশু শিক্ষার্থী করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছে
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,৪১৬ জন(ভিয়েনা ব্যতীত)এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন। রাজধানী ভিয়েনায় আজ করোনার সংরক্ষণ ডাটায় যান্ত্রিক ত্রুটির জন্য গণনা স্থগিত রাখা হয়েছে।
অস্ট্রিয়ার অন্যান্য রাজ্যের ফেডারেল রাজ্যের মধ্যে আজ OÖ রাজ্যে ৪৮৪ জন, NÖ রাজ্যে ২৩৯ জন, Steiermark রাজ্যে ২০১ জন, Kärnten রাজ্যে ১৫১ জন, Tirol রাজ্যে ১৩৪ জন, Salzburg রাজ্যে ১২০ জন, Vorarlberg রাজ্যে ৫৪ জন এবং Burgenland রাজ্যে ৩৩ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে মাত্র ১৬,৭২৯ ডোজ এবং এই পর্যন্ত মোট দেয়া হয়েছে ১,০৮,৬২,৬৯১ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৪ লাখ ২৭ হাজার ৭৬০ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬০,৮ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭,৪৬,৩৮০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১,০২১ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৭,১৪,৯৭৫ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২০,৩৯৪ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ২১৯ জন এবং বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
14,620 total views, 1 views today