যুক্তরাষ্ট্র পুনরায় অস্ট্রিয়া ভ্রমণে সতর্কতা জারি করেছে

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি (Centers for Disease Control and Prevention (CDC)) এই সতর্কতা দিয়েছে

 কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক পত্রিকা Kronen Zeitung জানিয়েছে গতকাল সোমবার ৪ অক্টোবর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টায় অবস্থিত দেশটির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা  সিডিসি করোনার সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ায় অস্ট্রিয়া সহ আরও কয়েকটি দেশে ভ্রমণে সতর্কতা জারি করেছেন। যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা জারিকৃত অন্যান্য দেশের মধ্যে রয়েছে আর্মেনিয়া, বার্বাডোস, ক্রোয়েশিয়া এবং লাটভিয়া। 

পত্রিকাটি জানায়,মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রিয়ায় তার নাগরিকদের জন্য পুনরায় ভ্রমণে সতর্কতা কঠোর করেছে, যা গত জুন মাসে প্রত্যাহার করা হয়েছিল।তাৎক্ষণিক প্রভাব নিয়ে, আমাদের দেশ চার স্তরের সতর্কীকরণ ব্যবস্থার চার স্তরে ফিরে এসেছে, সোমবার সন্ধ্যায় মার্কিন রোগ সংস্থা সিডিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায়। সিডিসির পক্ষ থেকে মার্কিন নাগরিকদের এখন অস্ট্রিয়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তাছাড়াও যুক্তরাষ্ট্র নিম্নোক্ত আটটি দেশের নাগরিকদের শুধুমাত্র করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করলেই প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। দেশ সমূহ যথাক্রমে মরক্কো, আর্জেন্টিনা, ফ্রান্স, আইসল্যান্ড, লেসোথো, নেপাল, পর্তুগাল এবং দক্ষিণ আফ্রিকা।

এদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১,২৮৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায়  সংক্রমিত শনাক্ত হয়েছেন ২০১ জন।

অস্ট্রিয়ার অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৩৫৯ জন, NÖ রাজ্যে ২৪৯ জন, Steiermark রাজ্যে ১৮০ জন, Tirol রাজ্যে ৯৯ জন, Salzburg রাজ্যে ৭৯ জন, Kärnten রাজ্যে ৭২ জন, Vorarlberg রাজ্যে ২৭ জন এবং Burgenland রাজ্যে ১৯ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ৬,৮৯১ ডোজ এবং মোট টিকাদানের পরিমাণ ১,০৮,৮১,৭৭১ ডোজ।অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন ৫৪ লাখ ৩৮ লাখ ৬১৪ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬০,৯ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭,৫১,১৩৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১,০৪৯ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৭,২০,৫৮৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৯,৫০১ জন। এর মধ্যে আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছেন ২৩২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৭২ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 14,635 total views,  1 views today