অস্ট্রিয়ায় ৬৫ শতাংশ মানুষ কমপক্ষে করোনার টিকার প্রথম ডোজ পেয়েছে

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন(গ্রিনস) দৈনিক Kronen Zeitung এর সাথে এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন,টিকাদান কর্মসূচিতে আমাদের অগ্রগতি খুবই সন্তোষজনক। তিনি জানান অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট জনসংখ্যার শতকরা ৬৫,১ শতাংশ মানুষ(প্রায় ৫৮ লাখ) করোনার কমপক্ষে  করোনা প্রতিষেধক টিকার এক ডোজ পেয়েছে।স্বাস্থ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন এটি একটি আকর্ষণীয় পরিসংখ্যান। বর্তমান পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় যে যারা টিকা দিতে ইচ্ছুক তাদের কোটা পৃথক ফেডারেল রাজ্যের মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হয়।

অস্ট্রিয়ায় টিকাদান কর্মসূচিতে পূর্বাঞ্চলের বুর্গেনল্যান্ড রাজ্যে এখন দৌড়ে সবার আগে। গতকাল এই রাজ্যের গভর্নর হ্যান্স ডসকোজিল (SPÖ) বলেছেন এই রাজ্যের শতকরা ৮০ শতাংশ মানুষ করোনার প্রতিষেধক টিকার কমপক্ষে এক ডোজ গ্রহণ করেছেন। ফলে অতি শীঘ্রই তিনি এই রাজ্যের করোনার যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগ্যাং ম্যাকস্টেইন যারা এখনও করোনার প্রতিষেধক টিকা নেন নি তাদের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেন, “টিকা কাজ করছে।  আমি প্রত্যেককে জাতীয় টিকা বোর্ডের সুপারিশ মেনে চলার জন্য অনুরোধ করেছি যাতে আমরা নিরাপদে শীতের মধ্য দিয়ে যেতে পারি।”

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশের বিভিন্ন ফেডারেল রাজ্যের টিকাদান কর্মসূচির মধ্যে (সম্পূর্ণ মৌলিক টিকা, দুইটি স্টিং বা ডোজ) বুর্গেনল্যান্ডে ৬৯,২ শতাংশ হয়ে সর্বোচ্চ বা প্রথম অবস্থানে আছে। তারপর পর্যায়ক্রমে লোয়ার অস্ট্রিয়ায় (NÖ) শতকরা ৬৪,৬ শতাংশ, Steiermark এ ৬২,২ শতাংশ, ভিয়েনায় ৬০,৯ শতাংশ, Vorarlberg এ ৬০,৮ শতাংশ, Tirol এ ৬০ শতাংশ, Kärnten এ ৫৮,৪ শতাংশ, Salzburg এ ৫৮ শতাংশ এবং সবচেয়ে কম আপার অস্ট্রিয়ায় (ÖO) এ ৫৬,৮ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগ্যাং মুকস্টাইন আরও জানান দেশে ইতিমধ্যেই বয়স্ক মানুষ এবং নার্সিং হোমগুলিতে করোনার প্রতিষেধক টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। অবশ্য তিনি এও বলেন অনেক রাজ্যে এখনও শুরু করা যায় নি। উপরন্তু, জাতীয় টিকা বোর্ডের সুপারিশ অনুসারে, এখন ৬৫ বছরের বেশি বয়সের লোকদের পাশাপাশি আগের অসুস্থতা এবং ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর লোকজনদের দেয়ার কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন করোনার দ্বিতীয় ডোজ নেয়ার ৬ মাস পর থেকে করোনার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নেয়া যাবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২,২৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪১৮ জন।

অস্ট্রিয়ার অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫১৬ জন, ÖO রাজ্যে ৪১৭ জন,Steiermark রাজ্যে ৩৬৫ জন, Salzburg রাজ্যে ১৭৪ জন,Tirol রাজ্যে ১৫২ জন, Kärnten রাজ্যে ১২৫ জন, Vorarlberg রাজ্যে ৪৮ জন এবং Burgenland রাজ্যে ২৭ জন নতুন করে করোনায সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে মাত্র  ৬,৬৩৬ ডোজ এবং মোট পরিমাণ ১,১০,১৬,৮০৯ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৫ লাখ ২০ হাজার ২৯১ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬১,৮ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭,৭৫,৭৮২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১,১৬৭ জন।করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৭,৪২,৪৬১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২২,১৫৪ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ২১৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৫৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 14,610 total views,  1 views today