SPÖ নেত্রী পামেলার দাবী অস্ট্রিয়ার কোয়ালিশন সরকারে দৃশ্যত অবিশ্বাস চলছে

আগামী বছর(২০২২) এর মার্চ মাসে অস্ট্রিয়ায় মধ্যবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাবনা আছে। যদিও ÖVP ও Green পার্টির কোয়ালিশন সরকারের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত
কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, আজ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গের (ÖVP) এর সাথে তার চ্যান্সেলরি কার্যালয়ে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি (SPÖ) এর চেয়ারপার্সন পামেলা রেন্ডি-ভাগনার এর সাথে এক বৈঠকের পর পামেলা এক লিখিত বিবৃতিতে একথা জানান।
বিরোধী নেত্রী পামেলা রেন্ডি-ভাগনার তার লিখিত বিবৃতিতে সংবাদ মাধ্যমকে বলেন, নতুন সরকার প্রধান চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গের সাথে খোলামেলা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
পামেলা তার বিবৃতিতে আরও বলেন, গত কয়েকদিনে কোয়ালিশন সরকারের জোটের শরিকদের মধ্যে অনেক অবিশ্বাস তৈরি হয়েছে। এর ফলে সরকারের উন্নয়ন প্রকল্পে অবরোধ এবং স্থবিরতার ঝুঁকি তৈরি হচ্ছে। সরকারের মিত্রদের মধ্যে মত পার্থক্যের কারনে অস্ট্রিয়া থেমে থাকতে পারে না। আমাদের দেশে এখন শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। তাই দুর্নীতিগ্রস্ত ÖVP নেতৃত্ব থেকে দেশকে মুক্ত করতে হবে।
পামেলা রেন্ডি-ভাগনার আরও বলেন, আমি বর্তমানে দেশের জন্য ৫ টি কেন্দ্রীয় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি যা এখন আমাদের মোকাবেলা করতে হবে – এবং আমরা সেগুলো সংসদে একসাথে বাস্তবায়নের জন্য প্রস্তুত আছে বলে জানান তিনি। পামেলার প্রস্তাবিত ৫ দফা নিম্নরুপ,
১. মুদ্রাস্ফীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, ২. শক্তিশালী এবং আরো দ্রুত কর হ্রাস, ৩. যত্ন সংস্কার, ৪ . আইনি অধিকার সহ সারাদিনের শিশু যত্নের প্রসার এবং ৫. কথিত দুর্নীতিগ্রস্ত ÖVP দলের ব্যবস্থার ব্যাখ্যা করা।
বিরোধীদলীয় নেত্রী পরিশেষে তার বিবৃতিতে আরও বলেন, আমাদের দেশের জন্য কাজ চালিয়ে যেতে হবে।তিনি তার লিখিত বক্তব্যে নতুন সরকার প্রধান চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গকে “দ্রুত স্পষ্টতা তৈরি করার” করার আহবান জানান।
এদিকে অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন, দেশের বিভিন্ন বেসরকারি পরিসংখ্যান জানিয়েছেন সাবেক সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জের বিরুদ্ধে দুর্নীতি সন্দেহ এবং তার অফিস ও ÖVP দলের সদর দফতরে বিচার বিভাগের দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের পর ক্ষমতাসীন দল ÖVP এর জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে।ফলে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন আগামী মধ্যবর্তী নির্বাচনে বর্তমান সরকারের শীর্ষ দল ÖVP ক্ষমতা থেকে ছিটকে পড়তে পারেন। তখন SPÖ, Greens ও NEOS এর তিন দলীয় জোটের সরকার গঠনের সম্ভাবনা আছে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,৮৯৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩১৩ জন।
অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৪৪৯ জন, OÖ রাজ্যে ৪১৪ জন, Steiermark রাজ্যে ২৩৩ জন, Tirol রাজ্যে ১৫৫ জন, Salzburg রাজ্যে ১৪৭ জন, Kärnten রাজ্যে ১১৩ জন, Vorarlberg রাজ্যে ৪৯ জন এবং Burgenland রাজ্যে ২৪ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে মাত্র ১,০৮৫ ডোজ এবং মোট দেয়া হয়েছে ১,১০,১৮,১৮৯ ডোজ।অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন ৫৫ লাখ ২১ হাজার ১০৭ জন, যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬১,৮ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭,৭৭,৬৭৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১,১৮০ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৭,৪৪,৩২৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২২,১৭১ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ২১৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯১৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
14,693 total views, 1 views today