ভিয়েনায় ৫ লাখ ইউরোর বিশাল গাঁজার চালান আটক ও গাঁজা বাগানের সন্ধান,৪ জন গ্রেফতার

ভিয়েনার পুলিশ প্রশাসন ১,০০০ গাঁজা গাছ এবং ৫ লাখ ইউরোর মূল্যের বিক্রির জন্য প্রস্তুত গাঁজা উদ্ধার করেছে
ইউরোপ ডেস্ক থেকে কবির আহমেদঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে ভিয়েনার পুলিশ প্রশাসন সম্প্রতি বিক্রির জন্য প্রস্তুত গাঁজা এবং গাঁজা উৎপাদনের বাগান জব্দ করেছে। পুলিশ প্রশাসনের উদ্ধৃতি দিয়ে এপিএ জানিয়েছে মাদক দ্রব্য গাঁজার বাগান দুইটি ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের ড্যানিউব শহরে (Donaustadt) এবং ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের লিজিং (Leasing) থেকে উদ্ধার করা হয়েছে।
ভিয়েনার পুলিশ প্রশাসন এপিএ-কে জানিয়েছে এই মাদক দ্রব্য গাঁজা উদ্ধার ও অভিযান একটি আন্তর্জাতিক মাদক ব্যবসার বিরুদ্ধে ভিয়েনা পুলিশ প্রশাসনের সফল অভিযান। এই ঘটনায় পুলিশ মোট চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।তাদের থেকে ১১০ কেজি গাঁজা এবং নগদ ৭,৭০০ ইউরোও উদ্ধার করা হয়েছে। তাদের থেকে জব্দকৃত এই নেশার মাদক দ্রব্যের বাজার মূল্য প্রায় অর্ধ মিলিয়ন ইউরো।
ভিয়েনার পুলিশ প্রশাসন আরও জানায়,একটি বেনামী টিপ দিয়ে তাদের তদন্ত শুরু হয়েছিল। সম্প্রতি ভিয়েনার ১৬ নাম্বার ডিস্ট্রিক্টের ওটাক্রিংয়ে (Ottakring) একটি হামলা হয়েছিল, সেই সময় পুলিশ একজন ৪৪ বছর বয়সী সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল।তল্লাশির সময়, তদন্তকারীরা বিপুল পরিমাণ গাঁজা এবং একটি গুদামের চাবি জব্দ করতে সক্ষম হয়েছিল।
পরবর্তীতে ভিয়েনা পুলিশ প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা ভিয়েনার Donaustadt এর একটি গুদাম ঘরের ভিতরে গাঁজার ২০০ টি গাছের সন্ধান পেয়েছেন।গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের Leasing একটি গুদামের ভিতর থেকে দ্বিতীয় গাঁজার বাগানটি উদ্ধার করা হয়। দুই বাগান থেকে পুলিশ প্রশাসন প্রায় ১,০০০ হাজার গাঁজার গাছ উদ্ধার করেছে।
ভিয়েনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে গ্রেফতারকৃত ৪ জন সার্বিয়ার নাগরিক। তাদের মধ্যে ৩ জনের বয়স যথাক্রমে ২৭,৫২ ও ৬০ বছর।এই তিনজনকে উপরোক্ত দুই জায়গাতেই হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৫২ বছর বয়স্ক চতুর্থ ব্যক্তি সে সময় মাদক দ্রব্য পাচারের সময় হাতেনাতে গাঁজা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৪ জন সার্বিয়ার নাগরিককে মাদক দ্রব্য উৎপাদন ও বিক্রির অপরাধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
14,613 total views, 1 views today