অস্ট্রিয়ায় সপ্তাহান্তের দীর্ঘ ছুটির দিনেও করোনায় নতুন সংক্রমিত শনাক্ত ৪,৫২৩ জন, মৃত্যু ১২

আগামীকাল থেকে ভিয়েনা রাজ্যে সকলের জন্য করোনার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়া শুরু হচ্ছে। তবে করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজের ৬ মাস পূর্ণ হতে হবে
ইউরোপ ডেস্ক থেকে কবির আহমেদঃ অস্ট্রিয়ার স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের নিয়মিত দৈনিক করোনা সংক্রান্ত ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই ছুটির দিনেও করোনার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছেন ৪,৫২৩ জন এবং গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১২ জন। ছুটির দিনের এই সংক্রমণের পরিসংখ্যান অস্ট্রিয়ায় করোনা পরিস্থিতির ক্রমবর্ধমান আরও অব্যাহত অবনতির দিকেই ইঙ্গিত করছেন।
গত এক সপ্তাহে অস্ট্রিঙয়ায় করোনার সংক্রমণের পরিসংখ্যান চোখ কপালে উঠার মত অবস্থা ! ঠিক এক সপ্তাহ পূর্বে গত সোমবার করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছিল ২,৮৫০ জন, মঙ্গলবার ৩,৩৬৯ জন, বুধবার ৪,২৬১ জন, বৃহস্পতিবার ৪,২৪৮ জন, শুক্রবার ৫,৮৬১ জন, শনিবার ৬,১০২ জন এবং গতকাল রবিবার ৫,৬৮৪ জন। গত সাত দিনের গড় সংক্রমণ ৪,৬২৩ জন এবং করোনায় মৃত্যুবরণ শতাধিকের উপরে।
অস্ট্রিয়ার মত ছোট এবং অত্যন্ত সুশৃন্খল একটি দেশে নতুন করে করোনার চতুর্থ প্রাদুর্ভাবে এই পরিসংখ্যান সত্যিই চিন্তার বিষয়। অস্ট্রিয়ান সরকার ইতিমধ্যেই করোনার সংক্রমণ বিস্তার হ্রাসে দেশের আইসিইউ বেডের উপর ভিত্তি করে ধীরে ধীরে ৫ ধাপে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করেছে।অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন(গ্রিনস) ইতিমধ্যেই জানিয়েছেন আগামী সপ্তাহের শেষে অস্ট্রিয়ায় আইসিইউ বেডের রোগীর সংখ্যা ৪০০ শত অতিক্রম করার পূর্বাভাস দিয়েছেন সংক্রমণ রোগ ও পরিসংখ্যান বিশেষজ্ঞরা।
অস্ট্রিয়ান সরকারের ঘোষণা অনুযায়ী আজ ১ নভেম্বর থেকে সমগ্র অস্ট্রিয়ায় কঠোরভাবে ৩-জি নিয়ম কার্যকর শুরু হয়েছে। অর্থাৎ আজ থেকে অস্ট্রিয়ায় শুধুমাত্র তারাই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবেন –
3G rules: (১) যাদের করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ নেয়া আছে, (২) যারা সম্প্রতি (৬ মাস) করোনার থেকে আরোগ্য বা সুস্থতা লাভ করেছে, (৩) যারা করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট প্রদান করবে।
এদিকে আজ ভিয়েনার রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ(SPÖ) এক ঘোষণায় জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার ২ নভেম্বর থেকে ভিয়েনায় যাদের করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণের ৬ মাস পূর্ণ হয়েছে,তারা করোনার তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ নিতে পারবেন। মেয়র মিখাইল লুডভিগ আরও জানান বর্তমানে ভিয়েনায় ইতিমধ্যেই ৮০ বছর এবং তার উপরের বয়সের মানুষদের শতকরা ২০ শতাংশ বুস্টার ডোজ দেয়া সম্পন্ন হয়েছে।

ভিয়েনার মেয়র মাইকেল লুডভিগ সতর্ক করেছেন: “আমরা জানি যে টিকা দুর্বল হয়ে পড়ছে এবং তাই তৃতীয় ছুরিকাঘাত করা প্রয়োজন।” রাজধানীতে এখন পর্যন্ত ৫০ হাজার মানুষ বয়স্ক মানুষ এই বুস্টার ডোজ গ্রহণ করেছেন। এটি সম্পূর্ণ টিকা দেওয়ার ছয় থেকে নয় মাস ঝুঁকিপূর্ণ গ্রুপের জন্য সুপারিশ করা হয়, বারো মাস পর্যন্ত না পরে অন্য সকলের জন্য। আগে ব্যবহার করলেও ক্ষতি হয় না। “এই কারণে, ভিয়েনার প্রত্যেকে আগামীকাল, ২রা নভেম্বর থেকে ছয় মাস পর তৃতীয় টিকা পেতে পারে। প্রত্যেককে তৃতীয় স্টিং নিতে বলা হয়েছে, তবেই আমরা নিরাপদে মহামারীটি অতিক্রম করতে পারব,” বলেছেন লুডভিগ৷
ভিয়েনা সিটি কাউন্সিলর ফর হেলথ পিটার হ্যাকারও এক বিবৃতিতে ভিয়েনায় বুস্টার ভ্যাকসিনেশনের জন্য উচ্চ স্তরের গ্রহণযোগ্যতা দেখেন। “নার্সিং হোম এবং রিটায়ারমেন্ট হোমের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য সুবিধাগুলিতে, প্রথম দুটি টিকাদানে অংশ নেওয়া বাসিন্দাদের একটি বুস্টার দেওয়া হয়েছিল,” হ্যাকার আনন্দের সাথে বলেছেন। সেপ্টেম্বরের শুরুতে বুস্টার ভ্যাকসিনেশন শুরু হওয়ার পর থেকে ভিয়েনায় মোট ৯০ বছরের বেশি বয়সীদের বয়সী ২২ শতাংশ, ৮০ বছরের বেশি বয়স্কদের ২০ শতাংশ এবং ৭০ বছরের বেশি বয়স্কদের মধ্যে ছয় শতাংশ কোভিড-১৯ বুস্টার টিকা পেয়েছে। কোভিড-১৯ এর বিরুদ্ধে বুস্টার ভ্যাকসিনেশনের মাধ্যমে, সময়ের সাথে সাথে কমে যাওয়া করোনা ভাইরাসের বিরুদ্ধে ইমিউনাইজেশন স্থায়ীভাবে নিশ্চিত বলে জানিয়েছেন তিনি।
ভিয়েনায় বর্তমানে সর্বনিম্ন সংক্রমণের ঘটনা রয়েছে বলে প্রত্যেককে “গুরুত্বপূর্ণ কোভিড বুস্টার ভ্যাকসিনেশন, তথাকথিত তৃতীয় ডোজ” অবহেলা করতে প্ররোচিত করা উচিত নয়, মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি টমাস সেকেরেস ভিয়েনাবাসীর কাছে এক আবেদনে এই অনুরোধ করেন।
রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,১৫৪ জন, OÖ রাজ্যে ৮০৭ জন, Steiermark রাজ্যে ৬৬৩ জন, Tirol রাজ্যে ৩৮২ জন, Kärnten রাজ্যে ৩৪২ জন, Salzburg ও Vorarlberg রাজ্যে ২০৭ জন করে এবং Burgenland রাজ্যে ৮৭ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে মাত্র ২,৪৬৫ ডোজ এবং মোট টিকাদানের পরিমাণ ১,১১,৭৩,১৩২ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৭ লাখ ২৩ হাজার ৫২৫ জন,যা মোট জনসংখ্যার শতকরা ৬৪,১ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮,৩৫,৫০৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১,৩৬৯ জন।করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৭,৭৭,০৬৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪৭,০৬৮ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ২৯২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৪৫৮ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
14,600 total views, 1 views today