ভিয়েনা বিমানবন্দরে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের (AUA) বোয়িং-৭৭৭ বিমানের ভিতরে টিকাদান

আজ সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিভিন্ন ফ্লাইটের ৩০০ শতাধিক যাত্রীকে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে।
কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন আজ ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিনব কায়দায় বিমানবন্দরে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের পার্ক করা একটি বোয়িং ৭৭৭ এ এই অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।বিমানে যাত্রীদের মধ্যে যারা করোনার টিকা নেয়নি বা দ্বিতীয় এবং বুস্টার এখনও পায় নি তাদের টিকাদানের ব্যবস্থা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।অবশ্য এই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে যেয়ে দুইজন যাত্রী তাদের ফ্লাইট মিস করেছেন।
অস্ট্রিয়ান এয়ারলাইন্স (AUA) এর মতে, শনিবার অস্ট্রিয়ার NÖ রাজ্যের Bruck A.D Leitha জেলার Schwechat এ অবস্থিত ভিয়েনা বিমানবন্দরে একটি করোনভাইরাস টিকা প্রচারের শুরুতে একটি বড় ভিড় ছিল। অস্ট্রিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এ সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত নিবন্ধন ছাড়াই প্রায় ৩০০ শত করোনার প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে। অস্ট্রিয়ান এয়ারলাইন্স এর একজন মুখপাত্র এপিএকে জানান এর মধ্যে ১০০ জনকে করোনার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে এবং বাকী প্রায় ২০০ জনকে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ ও বুস্টার ডোজ দেয়া হয়েছে।
অস্ট্রিয়ান এয়ারলাইন্সের মুখপাত্র আরও জানান, এই টিকাদান কর্মসূচি ছিল সম্পূর্ণ স্বাধীন অর্থাৎ যারা টিকা নিয়েছেন,তারা সম্পূর্ণ স্বেচ্ছায় গ্রহণ করেছেন।এই টিকাদান কর্মসূচি AUA, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং রেড ক্রস লোয়ার অস্ট্রিয়ার যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।আজ এখানে শুধুমাত্র BioNTech/Pfizer এর করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে।এপিএ জানিয়েছেন বিমানের যাত্রীদের জন্য স্বেচ্ছায় এই টিকাদান কর্মসূচি ভিয়েনা বিমানবন্দরের অব্যাহত থাকবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন।
কবির আহমেদ/ইবিটাইমস
14,720 total views, 1 views today