বিশ্ব স্বাস্থ্য সংস্থার “হু” আসন্ন শীতে ইউরোপে করোনার ভয়াবহ ছোবলের পূর্বাভাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু” (WHO) জানিয়েছে ইউরোপে করোনার সংক্রমণের বিস্তার এইভাবেই অব্যাহত বৃদ্ধি পেতে থাকলে কয়েক লক্ষাধিক মানুষের মৃত্যু হতে পারে।

 

 কবির আহ্মেদ, ইউরোপ ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলেছে, এই প্রবণতা অব্যাহত থাকলে এই শীতে মহাদেশটিতে আবারও লাখ লাখ মানুষ মারা যেতে পারে।আজ মঙ্গলবার “হু” এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জারি করেছে। সংস্থাটি আরও জানায়, কেবল আগামী মাসেই ইউরোপে কয়েক লাখ মানুষ মারা যেতে পারে। তাই ইউরোপ জুড়ে কঠোর বিধিনিষেধ পুনরায় আরোপ করার চেষ্টা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, এখন থেকে আগামী বছরের ১ মার্চ ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৪৯টিতেই হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রোগীর চরম চাপ থাকবে।যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সিয়েটলে অবস্থিত

ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিসংখ্যান উদ্ধৃত করে ডব্লিউএইচও জানিয়েছে, এখন ইউরোপ ও মধ্য এশিয়া জুড়ে মৃত্যুর প্রধান কারণ হল করোনা ভাইরাসের কোভিড-১৯।

ইউরোপে এই ভয়াবহতার সংক্রমণের বিস্তারের কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলছেন ইউরোপে করোনার মিউট্যান্ট ভ্যারিয়েন্ট ভাইরাসের সংক্রমণের অস্বাভাবিক দাপট,টিকা গ্রহণে মানুষের অনীহা, মাস্ক পরা ও শারীরিক দূরত্বের মতো ব্যবস্থা শিথিল করার ফলে ইউরোপে এর প্রকোপ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিএইচও-র তথ্য অনুসারে, গত সপ্তাহে ইউরোপে করোনায় মৃত্যু দিনে প্রায় চার হাজারের উপরে উঠে গেছে। গত সেপ্টেম্বরের শেষ দিকেও এর অর্ধেক মৃত্যু হয়েছিল।

এদিকে আজ অস্ট্রিয়ার শ্রমমন্ত্রী মার্টিন কোচার (ÖVP) ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ায় পুনরায় স্বল্প সময়ের কাজের (Short Work) ঘোষণা দিয়েছেন।

শ্রমমন্ত্রী জানান,বর্তমানে ৭৭,৯৮৯ জন বর্তমানে স্বল্প সময়ের কাজের জন্য নিবন্ধিত। তবে শ্রমমন্ত্রী আশঙ্কা করে বলেন, লকডাউন ও শীতের কারনে এই সংখ্যা পাঁচ লাখে উঠতে পারে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯,৫১৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭২ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৬৩ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ২,৫১৭ জন, NÖ রাজ্যে ১,৬৩৮ জন, Tirol রাজ্যে ১,৩৮৫ জন, Steiermark রাজ্যে ১,১৫২ জন, Salzburg রাজ্যে ৮৬৫ জন, Vorarlberg রাজ্যে ৬৪৪ জন, Kärnten রাজ্যে ৪৬২ জন এবং Burgenland রাজ্যে ১৮৭ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮,৭০৬ জন এবং এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৯ লাখ ০২ হাজার ৮৭৯ জন, যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৬,১ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০,৭৯,৯৩২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১২,১১৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৯,১৮,৩৬৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৪৯,৪৫২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৭৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩,১৪৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 14,724 total views,  1 views today