অস্ট্রিয়ায় বাধ্যতামূলক করোনার টিকার বিরুদ্ধে ৩০,০০০ হাজার মানুষের বিক্ষোভ

সরকার ঘোষিত বাধ্যতামূলক টিকা দেয়ার বিরুদ্ধে দক্ষিণের Steiermark রাজ্যের রাজধানী Graz শহরে ৩০,০০০ হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন।
কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ দক্ষিণ অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা Kleine Zeitung জানিয়েছেন আজ শনিবার ২৭ নভেম্বর Steiermark রাজ্যের রাজধানী Graz এর রাস্তায় হাজার হাজার মানুষ ফেডারেল সরকারের সমগ্র দেশে বাধ্যতামূলক করোনার প্রতিষেধক টিকাদানের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য যে, অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ (ÖVP) আগামী ১ ফেব্রুয়ারি ২০২২ সাল থেকে সমগ্র দেশে সকলের জন্য করোনার প্রতিষেধক টিকা বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন। অবশ্য এই সিদ্ধান্ত এখনও জাতীয় সংসদে উপস্থাপিত হয় নি।সরকার শুধুমাত্র সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
পত্রিকাটি আরও জানায়, শনিবার গ্রাজে করোনা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। প্রাথমিক অনুমান অনুসারে বিক্ষোভকারীরা সংখ্যায় প্রায় ৩০,০০০ হাজার ছিল, যাদের মধ্যে অনেকেরই নাক ও মুখের সুরক্ষা FFP2 মাস্ক ছিল না।Graz এর প্রধান ট্রেন স্টেশন থেকে বিক্ষোভকারীরা সরকারের করোনার টিকা ও বিধিনিষেধ বিরোধী বিভিন্ন প্লাকার্ড,পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে শহরের স্বাধীনতা স্কয়ারে রোড মার্চ করে এসে একসাথে সমবেত হয়।
আজকের এই করোনার বাধ্যতামূলক প্রতিষেধক টিকা বিরোধী বিক্ষোভ প্রদর্শন Graz এর ফ্রিডম পার্টির (FPÖ) সমর্থনে অনুষ্ঠিত হয়েছে।উল্লেখ্য যে, অস্ট্রিয়ার জাতীয় সংসদের বিরোধীদল FPÖ বরাবর দেশে করোনার প্রতিষেধক টিকা,লকডাউন এবং বিভিন্ন বিধিনিষেধের বিরোধীতা করে আসছে।
Graz শহরের পুলিশ বিভাগের একজন মুখপাত্র স্থানীয় পত্রিকার সংবাদদাতাকে জানায়,আয়োজকরা পুলিশের কাছে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের কথা জানিয়েছিল কিন্ত বিক্ষোভকারীরা যখন বিভিন্ন স্থান থেকে শহরের স্বাধীনতা স্কয়ারে চূড়ান্ত সমাবেশের জন্য জড়ো হয়েছিল,তখন পুলিশের অনুমান অনুযায়ী তাদের সংখ্যা তখন প্রায় ৩০,০০০ হাজারে উঠেছিল।পুলিশ জানায় ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর Graz শহরে এটি সর্বোচ্চ সংখ্যক মানুষের সমাবেশ।
এখানে উল্লেখ্য যে, অস্ট্রিয়ায় এখনও প্রায় শতকরা ৩০ শতাংশের উপরে মানুষ করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করে নি।ফলে অস্ট্রিয়ার সংক্রমণ রোগ ও পরিসংখ্যান বিশেষজ্ঞরা অস্ট্রিয়ায় করোনার সংক্রমণের বিস্তার অতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১,৬৭১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,৩০৪ জন।
অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ২,৩৬৩ জন, Steiermark রাজ্যে ১,৯৭৭ জন, NÖ রাজ্যে ১,৭১৫ জন, Kärnten রাজ্যে ১,৪৬৩ জন, Tirol রাজ্যে ১,১০১ জন, Salzburg রাজ্যে ১,০৪০ জন, Vorarlberg রাজ্যে ৪৩১ জন এবং Burgenland রাজ্যে ২৭৭ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেন ১৫,৪১৪ জন এবং এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৯ লাখ ৪১ হাজার ৬০৩ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৬,৫ শতাংশ। অস্ট্রিয়ায় আজ পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন ১ লাখ ৩ হাজার ৭৪৭ জন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৩২ হাজার ৮০৫ জন এবং এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৩৪৯ জন।এই পর্যন্ত করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৯ লাখ ৬৮ হাজার ১৮৫ জন। বর্তমানে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ২৭১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৬০৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩,২৪৮ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
14,722 total views, 1 views today