অস্ট্রিয়ায় করোনায় চার বছরের শিশুর মৃত্যু

সোমবার বাসায় করোনার এন্টিজেন পরীক্ষায় পজিটিভ এবং মঙ্গলবার হাসপাতালে মৃত্যুবরণ
কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক OE24 জানিয়েছেন, NÖ রাজ্যের Zwettl জেলার ক্লিনিকে গত মঙ্গলবার চার(৪) বছরের অ্যাঞ্জেলো করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।অস্ট্রিয়ায় মহামারী করোনায় এটাই সবচেয়ে কম বয়সের মৃত্যুবরণ।
খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার Niederösterreich(NÖ) রাজ্যের Waidhofen জেলায় ৩২ বছর বয়স্ক অ্যাঞ্জেলোর মা গত সোমবার তার চার বছরের ছেলের গায়ে জ্বর দেখে বাসায় করোনার এন্টিজেন পরীক্ষায় পরপর দুইবার করে দেখেন অ্যাঞ্জেলো করোনা পজিটিভ।অ্যাঞ্জেলোর মা সংবাদ মাধ্যমকে জানান, তার ছেলে অ্যাঞ্জেলোর একটি জন্মগত হার্টের ত্রুটি রয়েছে এবং তার ব্রোন্কাইটিস সমস্যাও ছিল।সোমবার বিকালের দিকে তার শিশুর অবস্থা আরও খারাপ হতে থাকে।এই সময় চার বছরের শিশু অ্যাঞ্জেলো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিন্ত তার ঠোঁট নীল বর্ণ ধারণ করে।ফলে অ্যাঞ্জেলোর মা ছেলের এই অবস্থা দেখে সাথে সাথে জরুরী স্বাস্থ্য সেবা সার্ভিসে ফোন করেন।ফোন পেয়ে জরুরী ডাক্তার এসে বলেন, তাকে অতি দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করতে হবে।তাদের বাড়ি শহর থেকে হাসপাতাল দূরে থাকায় ডাক্তার ÖMTC – এর এমবুলেন্স হেলিকপ্টার সার্ভিসের সাহায্য প্রার্থনা করেন কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস সে সময় অস্ট্রিয়ার উপর দিয়ে ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে ঘূণীঝড় বইছিলো।ফলে সে সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য হেলিকপ্টার সার্ভিস বন্ধ ছিল।
পরে তাকে এমবুলেন্সে করে রাজ্যের Zwettl শহরের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। Zwettl-এর ক্লিনিকে পৌঁছাতে পৌঁছাতে অ্যাঞ্জেলোর ছোট্ট হৃদয় হাল ছেড়ে দেয়।তাকে সাথে সাথেই হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়।চিকিৎসকরা তাকে তার জীবন রক্ষার সর্বাত্মক চেষ্টা করে ব্যর্থ হন। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার প্রথম প্রহরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে চার বছরের অ্যাঞ্জেলো।
অ্যাঞ্জেলোর মা ম্যানুয়েলা সংবাদ মাধ্যমকে জানান যে, যারা করোনার প্রতিষেধক টিকা ও বিধিনিষেধের বিরোধীতা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে, ছোট বাচ্চারাও করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে।করোনায় মৃত্যুবরণকারী চার বছরের অ্যাঞ্জেলোর মা ম্যানুয়েলা তার ছেলের মৃত্যুর জন্য সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন।ম্যানুয়েলার ফেলিনা নামে ১২ বছর বয়সী এক কন্যা সন্তানও রয়েছে।
14,740 total views, 1 views today