অস্ট্রিয়ার OÖ রাজ্যে করোনার বিধিনিষেধ বিরোধী রাজনীতিবিদের করোনায় মৃত্যুবরণ

গতকাল রাজ্যের রিড জেলা হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি

 কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার Oberösterreich(ÖO) রাজ্যের জনপ্রিয় দৈনিক OÖ Nachrichten জানিয়েছে রাজ্যের রিড জেলার Waldzell পৌরসভার ৫৪ বছর বয়স্ক কাউন্সিলর (MFG) করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

এখানে উল্লেখ্য যে,অস্ট্রিয়ার ফেডারেল রাজ্য সমূহের মধ্যে এই OÖ রাজ্যে টিকা গ্রহণের পরিমাণ সবচেয়ে কম। এই রাজ্যের নতুন রাজনৈতিক দল MFG বৈশ্বিক মহামারী করোনার টিকা ও যাবতীয় বিধিনিষেধের ঘোর বিরোধিতা করে গত নির্বাচনে ভালো ভোট পেয়ে প্রাদেশিক রাজ্যের সংসদে তারা স্থান করে নেয়।তাদের বিরোধিতার ফলে এই রাজ্যে টিকা গ্রহণের পরিমাণ কম হওয়ায় এই রাজ্য বর্তমানে অস্ট্রিয়ার করোনার হটস্পট।

পত্রিকাটি আরও জানায় Waldzell পৌরসভার মেয়র জোহানেস আইগনার (ÖVP) আজ তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।মেয়র আরও জানান, করোনায় মৃত্যুবরণকারী MFG এর এই রাজনীতিবিদ Waldzell এর গত মিউনিসিপ্যাল ​​কাউন্সিল নির্বাচনে করোনা সংশয়বাদী দল MFG-এর শীর্ষ প্রার্থী হিসেবে সাত শতাংশের একটু বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

মেয়র আরও বলেন, স্থানীয় এই রাজনীতিবিদ যিনি করোনা সংক্রমণ নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রিড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন, গতকাল মারা গেছেন।ওয়াল্ডজেলার মেয়র জোহানেস আইগনার বলেন,তিনি নিজেও আজ বৃহস্পতিবার বিকেলে ৫৪ বছর বয়সী ব্যক্তির মৃত্যুর কথা জানতে পেরেছেন।উক্ত কাউন্সিলর শারদীয় নির্বাচনের পর মিউনিসিপ্যাল ​​কাউন্সিলের উদ্বোধনে উপস্থিত ছিলেন এমএফজি ম্যান্ডেট হিসেবে।

OÖ Nachrichten এর সাথে আলাপকালে মেয়র আইগনার বলেন গত “১৮ নভেম্বর এজেন্ডা আইটেমগুলির সাথে প্রথম প্রকৃত পৌরসভার সভায় তিনি অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন।” তিনি জানান, করোনা বিরোধী MFG দলের উক্ত রাজনীতিবিদ কয়েক বছর আগে Waldzell-এ আসেন এবং MFG-তে যোগদানের পরই সেখানে রাজনৈতিকভাবে সক্রিয় হন। OÖ রাজ্যের করোনা বিরোধীদল MFG নেতৃবৃন্দ করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করেন নি এবং তারা করোনার সুরক্ষার মাস্কও পড়েন না।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮,৮৮২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭২ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,০১৯ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,৮২৪ জন, OÖ রাজ্যে ১,৪৯৫ জন, Steiermark রাজ্যে ১,৩১৯ জন, Kärnten রাজ্যে ১,০২৮ জন, Tirol রাজ্যে ৭১৪ জন, Vorarlberg রাজ্যে ৬৩৫ জন, Salzburg রাজ্যে ৬২০ জন এবং Burgenland রাজ্যে ২২৮ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ১১,৭৭৬ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৯,৯০,৯৪৩ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৭,১ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১১,৭৯,২৪৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১২,৬২৫ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১০,৩৬,৫৫৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৩০,০৬৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৬৩৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩,২৪১ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 14,782 total views,  1 views today