অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত

ইতালীয় নিম্নচাপের প্রভাবে সমগ্র অস্ট্রিয়া সাদা তুষারে নিমজ্জিত রয়েছে। ৫০ সেন্টিমিটার নতুন তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে

 ইউরোপ ডেস্ক থেকে কবির আহমেদঃ অস্ট্রিয়ার আবহাওয়ার সিভিয়ার সেন্টার জানিয়েছে, ইতালির একটি নিম্নচাপ অস্ট্রিয়া জুড়ে প্রচুর তুষারপাত নিয়ে এসেছে।আজ বৃহস্পতিবার দিনের প্রথম প্রহর থেকেই ভারী তুষারপাতের মধ্য দিয়ে অস্ট্রিয়ায় এই বছরের একটি শক্তিশালী শীতের সূচনা করেছে।ভারী তুষারপাতের ফলে অস্ট্রিয়ার বেশিরভাগ অঞ্চলই সাদা চাদরে ঢেকে গেছে।

রাজধানী ভিয়েনা রাত থেকেই ভারী তুষারপাতের ফলে রাস্তাঘাটে প্রচুর বরফ জমায় মানুষের চলাচলে ও রাস্তায় সকালের ট্রাফিক সিস্টেমে বিশৃঙ্খলা”র সৃষ্টি হয়।ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টে সকালের প্রথম প্রহরেই একটি পাবলিক বাস পিছলিয়ে রাস্তার বৈদ্যুতিক তারের একটি মাস্তুলের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হলে বাসের নয়জন যাত্রী আহত হয়েছেন।তাছাড়াও সকালে স্কুল ও অফিসগামী মানুষের রাস্তায় চলাচলে বেশ সাবধানতা অবলম্বন করে চলতে হয়েছে।অবশ্য বর্তমানে ভিয়েনার নগর প্রশাসনের বরফ পরিচ্ছন্ন কর্মীরা রাস্ট্রার বরফ পরিস্কার করে রাস্ট্রার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করেছে।

অস্ট্রিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খুব কমই একটি ফেডারেল রাজ্য ছিল যা তুষারপাত দ্বারা প্রভাবিত হয়নি। তুষারপাতের বিপদের সতর্কতা বেশিরভাগই রাজ্যের “৩” স্তরে ছিল, তবে পশ্চিমের Tirol রাজ্যে ছিল বিপদ সতর্কতা “৪” এ। 

ভিয়েনায় আজ সকালেই পেশাদার ফায়ার ব্রিগেডকে প্রায় ১৫ টি আবহাওয়া-সম্পর্কিত দুর্ঘটনার সাথে কাজ করতে হয়েছিল, যেটি বাস দুর্ঘটনা ছাড়াও, বরং হালকা ছিল। পেশাদার ফায়ার ব্রিগেডের মুখপাত্র জেরাল্ড শিম্পফের মতে, বাসটি হিরশস্টেটেন জেলার হেইডজোচলে সকাল ৬ টার দিকে মাস্টের মধ্যে পিছলে পড়ে। এতে চালক ও আট যাত্রী গুরুতর আহত হয়েছেন।

লোয়ার অস্ট্রিয়ায় দুর্ঘটনা, আকস্মিক নতুন তুষারপাতের কারণে লোয়ার অস্ট্রিয়ায়(NÖ) আজ একাধিক ট্রাফিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। উদ্ধারকারী দলকে বেশ  কয়েক জায়গায় আটকে পড়া যানবাহনকে উদ্ধার করতে হয়েছে।সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযানের কেন্দ্রবিন্দু ছিল রাজ্যের হলাব্রুন জেলা এবং ভিয়েনার দক্ষিণে।

অনেক জায়গাতেই পাহাড়ের থেকে তুষারপাতের ধসের উচ্চতায় যথেষ্ট ঝুঁকি ছিল।পুলিশের মতে, সকাল ৬টা থেকে সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে ৪৪টি দুর্ঘটনার মধ্যে দশটি ঘটেছে হলাব্রুন জেলায়।দুই জায়গাতে কয়েকজন মানুষ আহত হয়েছে।

অস্ট্রিয়ার দক্ষিণ,পশ্চিম ও মধ্যাঞ্চলে গত কয়েকদিন যাবতই তুষারপাত হচ্ছে।আজ থেকে দেশের পূর্বাঞ্চলের তিন রাজ্য ভিয়েনা,বুর্গেনল্যান্ড ও লোয়ার অস্ট্রিয়ায় নতুন করে তুষারপাত শুরু হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাজধানী ভিয়েনায় সারাদিন তুষারপাত অব্যাহত থাকবে এবং দিনের শেষ পর্যন্ত ৫০ সেন্টিমিটার পর্যন্ত নতুন তুষারপাত হতে পারে।

 14,811 total views,  1 views today