স্পেনে গ্রেটার সিলেট এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আল মামুন, বকুল খান সদস্য সচিব

স্পেন থেকে নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন পর সাংগঠনিক স্থবিরতা, জটিলতা মান-অভিমান ভুলে অবশেষে গঠন করা হলো আট সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। স্পেনে প্রবাসীদের সর্ববৃহৎ  আঞ্চলিক সংগঠন গ্রেটার সিলেট এসোসিয়েশন এর সাধারণ সভা।

গত ছয় ডিসেম্বর বাংলাদেশী অধ্যুষিত এলাকায় দেশ রেস্টুরেন্টে নির্বাচন কমিশনের প্রথম সভায় কমিশন কে গতিশীল ও আরো বেশি শক্তিশালী করতে কমিশনের কার্যকরী দ্বায়িত্ব বন্টন করা হয়েছে ।

এতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুনকে প্রধান নির্বাচন কমিশনার ও সাংবাদিক বকুল খান কে কমিটির সদস্যসচিব, সহকারী প্রধান কমিশনার আব্দুল মুন্তাকিম মুজাক্কির ও এইচ এম দবির তালুকদার,সহকারী সচিব হিসেবে বদরুল কামালী ও হাফিজ মিয়া এবং কমিশন সদস্য হিসেবে বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ও শাওন আহমেদ দায়িত্ব পালন করবেন ।

 উল্লেখ্য, ৩০ নভেম্বর মঙ্গলবার মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বাংলাদেশ এসোসিয়েশন এর হলরুমে চার জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ) নিয়ে গঠিত গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাধারণ সভার আয়োজন করা হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে চার জেলা থেকে আটজন মনোনীত সদস্যদের কে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয় ।

 14,769 total views,  1 views today