ইউরোপ জুড়ে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB) রাতের ট্রেন বৃদ্ধি করবে ১২ ডিসেম্বর রোববার থেকে

কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB) আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে,আগামী ১২ ডিসেম্বর রোববার থেকে ইউরোপ জুড়ে যে বাৎসরিক নতুন সময়সূচী শুরু হচ্ছে তাতে সে তার আরও রাতের ট্রেন (Nightjet-Linien)এবং আঞ্চলিক রিজোনাল এক্সপ্রেস (REX) ট্রেনের পরিমাণ বৃদ্ধি করছে।
অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক “Kurier” জানিয়েছে, ÖBB তার রাতের ট্রেন নেটওয়ার্কের সম্প্রসারণ ও আভ্যন্তরীণ আঞ্চলিক এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বাড়ানোর মধ্য দিয়ে নতুন বাৎসরিক সময়সূচীতে প্রবেশ করছে। নতুন বাৎসরিক ট্রেনের সময়সূচী আগামী রবিবার ইউরোপ জুড়ে কার্যকর হবে। ÖBB আরও দুটি নাইটজেট লাইন বা রুট নতুন করে চালু করছে।
রবিবার থেকে যাত্রীরা নাইটজেট ট্রেনে সপ্তাহে তিনবার ভিয়েনা থেকে প্যারিস সরাসরি যেতে পারবেন।অবশ্য জার্মানির মিউনিখ ও ফ্রান্সের স্ট্রাসবার্গে সামান্য যাত্রা বিরতি করে প্রায় ১৪ ঘন্টায় ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছানো যাবে।ÖBB আরেকটি নতুন রাতের রুট চালু করছে, আর সেটি হল রাজধানী ভিয়েনা থেকে সুইজারল্যান্ডের জুরিখ হয়ে নেদারল্যান্ডসের আমস্টারডাম পর্যন্ত। ÖBB জানিয়েছেন এই রুটটি দৈনিক অর্থাৎ কেহ যদি জুরিখ বা আমস্টারডাম রাতের ট্রেনে যেতে চায়, তাহলে প্রতিদিনই যেতে পারবে।
ÖBB আজকের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায় ইউরোপের বিভিন্ন দেশের সাথে আর জোড়ালো সম্পর্ক স্থাপনের জন্য তারা আন্তর্জাতিক রেল সংযোগগুলি আরও প্রসারিত করেছে।

নাইটজেট ট্রেন, ÖBB এর রাতের ট্রেন প্রোগ্রাম ক্রমবর্ধমান এবং এখন ইউরোপের বৃহত্তম ট্রেন সার্ভিস।ভিয়েনা থেকে প্যারিসের রাতের ট্রেনটি রবিবার সন্ধ্যা ৭.৪০ মিনিট থেকে সপ্তাহে তিনবার ছেড়ে যাবে এবং পরের দিন সকাল ৯.৪২ মিনিটে গারে দে ল’এস্টে পৌঁছাবে।আর অন্যটি ভিয়েনা থেকে জুরিখ যাবে প্রতিদিনই এবং জুরিখ থেকে এটি প্রতিদিন রাত ৯:৫৯ মিনিটে আমস্টারডাম সেন্ট্রাল রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল ৯:১৪ মিনিটে পৌঁছাবে।
অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে আরও জানিয়েছেন যে, বর্তমানে ট্রেনের যাত্রী ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে তারা ভবিষ্যতে আরও নতুন নতুন রুট বৃদ্ধির পরিকল্পনা করছেন।
এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪,৪৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩২ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৩৫ জন।
অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৮৭১ জন, OÖ রাজ্যে ৬৪৬ জন, Kärnten রাজ্যে ৫৮০ জন, Steiermark রাজ্যে ৫৫৮ জন,Tirol রাজ্যে ৪৪৮ জন, Salzburg রাজ্যে ৩৩৯ জন, Vorarlberg রাজ্যে ৩৩৪ জন এবং Burgenland রাজ্যে ১২৬ জন নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৫,৮৪৯ ডোজ এবং এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৬০,৫৪,৭৫৪ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৭,৮ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২,১৭,৪৩৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩,০১১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১১,১৯,৮৬৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮৪,৫৫৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৬২৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৮১৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
14,789 total views, 1 views today