স্পেনে বৃহত্তর কুমিল্লা সমিতি গঠন, সভাপতি মোহাম্মদ নুর হোসেন পাটওয়ারী, সাধারন সম্পাদক সুরুজ্জামান মিয়া

স্পেন থেকে নিজস্ব প্রতিনিধিঃ স্পেনের মাদ্রিদে অর্থবহ ঐক্য ও সম্প্রীতির লক্ষ্যকে সামনে রেখে গঠিত হয়েছে ” বৃহত্তর কুমিল্লা সমিতি”.।

চাঁদপুর, কুমিল্লা ও ব্রাক্ষ্মনবাড়ীয়ার সমন্বয়ে গঠিত ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আগামী দুই বছরের জন্য সভাপতি মোহাম্মদ নুর হোসেন পাটওয়ারী, সিনিয়র সহসভাপতি মুরাদ মজুমদার ও সাধারন সম্পাদক সুরুজ্জামান মিয়া নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের হলরুমে আয়োজিত এক সাধারন সভায়, বাংলাদেশ এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার এই কমিটি ঘোষনা করেন। এসময় আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি স্পেন আওয়ামী লীগ সভাপতি এস আর আই এস রবিন, বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির প্রমুখ।

এসময় বক্তাগন আশা প্রকাশ করেন বৃহত্তর কুমিল্লার এই ঐক্য আগামী দিনে কমিউনিটির কল্যানে কাজে লাগবে।  ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বৃহত্তর কুমিল্লা সমিতি মাদ্রিদ এর কার্যকরী কমিটির সদস্যগন হলেন, সভাপতি নুরহোসেন পাটওয়ারী, সিনিয়র সহ- সভাপতি মুরাদ মজুমদার, সহ-সভাপতি (চাঁদপুর)  ১, মোমিন হোসেন মানিক ২, কাজী জসিম ৩, জাহিদুল আলম দিদার, ৪ জানে আলম, সহসভাপতি ( কুমিল্লা)  ১, আনিসার রহমান রুবেল ২, মোঃ জহিরুল ইসলাম ৩, মোঃ আব্দুল আলীম ৪, মোঃ হায়দার আলী, সহসভাপতি (বি-বাড়ীয়া) ১, কাজী আলমগীর ২, শামীম আহমেদ ৩, মাইনউদ্দিন ৪, সায়েম সরকার ৫, আবু সাঈদ ৬, মহি উদ্দিন, সাধারন সম্পাদক মোহাম্মদ সুরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক ফখরুদ্দিন রাজী, সহ সাধারন সম্পাদক ( চাঁদপুর) ১,হারুন অর রশীদ ২, সুমন হাওলাদার ৩, মঞ্জুর হোসেন ৪, সাইফুল ইসলাম পরান,  সহ সাধারন সম্পাদক ( কুমিল্লা) ১, জহিরুল ইসলাম ২, মোঃ জালাল হোসেন ৩, মোঃ শরিফুল ইসলাম মজুমদার ৪, মোঃ জাহাঙীর আলম,  সহ সাধারন সম্পাদক ( বি- বাড়ীয়া) ১, মোঃ ফখরুল হাসান ২, নুর মোহাম্মদ ৩, মোঃ ফারুক মিয়া ৪, মোঃ বাছির মুন্সী ৫, মোঃ শাহ আলম ৬, মোঃ আব্দুল হালীম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাশেম, সহ সাংগঠনিক সম্পাদক ( চাঁদপুর) ১, জসীম উদ্দিন মিয়াজী ২, মানিক ব্যপারী ৩, ওসমান গাজী ৪, মোঃ সাদকে, সহ সাংগঠনিক সম্পাদক ( কুমিল্লা) ১, আনোয়ারুল আজিম নাহিদ ২, আনিসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ( বি-বাড়ীয়া) ১, সাইফুল আলম সোহাগ ২, মোঃ দুলাল মিয়া সরকার, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজীদ সুজন,  সহ কোষাধ্যক্ষঃ ( চাঁদপুর) ১, মোঃ দেলোয়ার হোসেন ২, সুমন শীল, সহ কোষাধ্যক্ষ (কুমিল্লা) ১, নাজমুল করিম পাটওয়ারী পিয়াস ২, ফারুক আহাম্মেদ, সহ কোষাধ্যক্ষঃ ( বি- বাড়ীয়া) ১, আবুল কালাম সরকার, দপ্তর সম্পাদকঃ মোঃ জাহিদ উদ্দিন, সহ দপ্তর সম্পাদক( চাঁদপুর) ১, মোঃ শাহআলম ২, মোঃ তানভীর হোসেন, সহ দপ্তর সম্পাদক (বি – বাড়ীয়া) ১, মোঃ আব্দুল ২, মোঃ আলাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১,আল মামুন ডালিম (বি- বাড়ীয়া) ২,মোঃ বশির আহম্মেদ ( কুমিল্লা) ৩, মোঃ শিপন পাটওয়ারী ( চাঁদপুর) ধর্ম ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ১, মোঃ ওমর ফারুক ( চাঁদপুর) ২,মোঃ সাজ্জাদুল ইসলাম সাফিন(কুমিল্লা) ৩,মোঃ আলআমীন মিয়া ( বি- বাড়ীয়া), মহিলা বিষয়ক সম্পাদিকা ১, মাকসুদা আক্তার (কুমিল্লা) ২, রোকসানা আক্তার রিয়া ( চাঁদপুর) ৩, আঁখি আক্তার ( বি- বাড়ীয়া) ৪,আছিয়া আক্তার আশা ( বি- বাড়ীয়া), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ১,নাহিদ আহাম্মেদ ( বি- বাড়ীয়া) ২, হানিফ মিয়াজী ( চাঁদপুর) ৩, মোঃ ফয়সাল আম্মেদ ( কুমিল্লা) ৪, মেঃ জাহাঙ্গীর আলম(কুমিল্লা), সম্মানিত সদস্যঃ চাঁদপুর: ১, মোঃ আরিফুর রহমান মিঠু ২, মোঃ শাহ আলম ৩, সোহেল গাজী,  সম্মানিত সদস্য কুমিল্লা: ১, কাজী হারুন উর রশীদ ২, মোঃ শাহ আলম ৩, মোঃ ফারুক পাভেল, সম্মানিত সদস্যঃ বি- বাড়ীয়া ১, হাবিবুর রহমান ২, রাকিব আব্দুস ৩, সাজু নাসের ।

 14,779 total views,  1 views today