এপিজি চেয়ার রাষ্ট্রদূত মুহিত দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সহযোগিতার জন্য UNCAC-তে সমস্ত রাষ্ট্রপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন

নিউজ ডেস্ক: আজ সকালে ভিয়েনায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত দুর্নীতি দমনে সকল স্তরে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে UNCAC-তে সকল রাষ্ট্রপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। ভিয়েনায় জাতিসংঘের অফিসে এশিয়া-প্যাসিফিক গ্রুপের বর্তমান চেয়ারম্যান হিসেবে, রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘে দলগুলোর সম্মেলনের নবম অধিবেশনের উদ্বোধনী পর্বে এশিয়া-প্যাসিফিকের 54টি দেশের পক্ষে একটি বিবৃতি প্রদান করেন। শারম এল শেখে দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন (UNCAC CoSP)। তারাজুল ইসলাম, ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি, বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন, ভিয়েনা, অস্ট্রিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
রাষ্ট্রদূত মুহিত বলেছেন যে এশিয়া-প্যাসিফিক গ্রুপ দুর্নীতি প্রতিরোধ ও মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দেয়, বিশেষ করে যখন দুর্নীতি সমাজের বিভিন্ন দিক যেমন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, সুশাসন, আইনের শাসন, সমতা, শান্তি ও নিরাপত্তা এবং সমাজের বিভিন্ন দিকের ক্ষতিকর প্রভাব বিবেচনা করে।
তিনি সামগ্রিকভাবে ২০৩০ এজেন্ডা ফর টেকসই উন্নয়ন এবং বিশেষ করে লক্ষ্য ১৬ অর্জনের দিকে দুর্নীতি প্রতিরোধ ও মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন, যার লক্ষ্য টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রচার করা, সবার জন্য ন্যায়বিচারের অ্যাক্সেস নিশ্চিত করা। এবং সকল স্তরে কার্যকর, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা।
তিনি কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা, বহুপাক্ষিকতাবাদ, ইউএনসিএসি বাস্তবায়ন পর্যালোচনা পদ্ধতি, প্রযুক্তিগত সহায়তা এবং দুর্নীতি প্রতিরোধ ও মোকাবেলায় সম্পদ পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ গুরুত্ব তুলে ধরেন, যেখানে রাষ্ট্রপক্ষকে UNGASS ঘোষণাপত্রে প্রণীত রাজনৈতিক প্রতিশ্রুতি কার্যকর অনুসরণ ও বাস্তবায়নের জন্য আহ্বান জানান (২০২১) ) এবং কিয়োটো ঘোষণা (২০২১) কার্যকর নীতি ও ব্যবস্থার বিকাশ, পর্যাপ্ত সম্পদ এবং বাস্তবায়ন, দুর্নীতি বিশ্লেষণ এবং পাবলিক প্রতিষ্ঠানের সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা জোরদার করার জন্য, যাতে দুর্নীতি প্রতিরোধ, সনাক্ত, তদন্ত, বিচার এবং বিচার করা যায় এবং দায়মুক্তি অবসানের জন্য সামগ্রিক পদ্ধতি।
UNCAC CoSP-এর বর্তমান অধিবেশনটি UNODC-এর সহায়তায় মিশর সরকার কর্তৃক আয়োজিত এবং ১৭ ডিসেম্বর ২০২১-এ সমাপ্ত হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে পররাষ্ট্র, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং ভিয়েনায় বাংলাদেশ স্থায়ী মিশন অংশ নিচ্ছেন।