ইউরোপের নতুন আতঙ্ক করোনার ওমিক্রোন ভাইরাস

ডেনমার্ক ও নরওয়েতে শীঘ্রই দৈনিক ৩ লাখ ওমিক্রোনে সংক্রমণের সতর্কতা !
কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রোন এখন ইউরোপের দেশ সমূহে তার ছোবল অস্বাভাবিক আকারে বৃদ্ধি করছে।বর্তমান ইউরোপীয় দেশগুলির সমূহের মধ্যে যুক্তরাজ্য ও ডেনমার্ক করোনার পরিবর্তিত রূপ ওমিক্রোনের হটস্পট।
ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে শুধুমাত্র সোমবার ১৩ ডিসেম্বর একদিনেই ৩,৪০০ জনের শরীরে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রোনের সন্ধান পাওয়া গেছে।ডেনিশ সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা দেশটিতে শীঘ্রই দৈনিক ৩,০০,০০০(তিন লাখ) ওমিক্রোনের সংক্রমণের বিশেষ সতর্কতা দিয়েছে।
ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি দ্বিতীয় দিনে সংক্রমণের বিস্তার দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে।ফলে ডেনমার্ক সরকার তার করোনার বিধিনিষেধ পুনরায় প্রবর্তনের কথা জানিয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন তাই ইতিমধ্যেই দেশের স্কুলের ছুটির মেয়াদ বাড়িয়েছেন৷যদি এই ওমিক্রোন ভেরিয়েন্টটি আগামী দিনগুলিতে আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে,তাহলে ভ্রমণ থেকে ফিরে আসা সকলকে – যাদের টিকা দেওয়া হয়েছে তাদেরও এবং তারা যেখান থেকেই আসুক না কেন, দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জাভিদ সাজিদ বৃটিশ জনগণের উদ্যেশ্যে বলেন,”আমরা এর আগে এরকম কিছু দেখিনি”। স্বাস্থ্যমন্ত্রী জাভিদ সাজিদ তার দেশে ওমিক্রোনের একটি বিশাল তরঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে এই করোনার এই ওমিক্রোন প্রতি দুই থেকে তিন দিনে দ্বিগুণ হচ্ছে।এই মিউট্যান্টের সাথে রয়েছে সংক্রমণের বিস্ফোরণের এক বিশাল ফাঁদ। তিনি আশঙ্কা করে বলেন, আলফা এবং ডেল্টার মত এই করোনার ওমিক্রোন ভাইরাসও সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়তে পারে।
ফলে বৃটিশ সরকার যুক্তরাজ্যে প্রবেশের জন্য, টিকাপ্রাপ্ত ব্যক্তিদেরও পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছে এবং অবশ্যই থাকতে হবে কোয়ারেন্টাইনে দুই থেকে তিন দিন। ৩ জি (3G) নিয়ম সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য সেই সাথে নাখ ও মুখের সুরক্ষার মাস্ক বাধ্যতামূলক পড়ার নিয়ম ফিরিয়ে আনা হয়েছে।
যুক্তরাজ্যের হাসপাতালগুলিতে ব্যাপক সতর্কবার্তার ঘোষণার কথা জানিয়েছে বৃটিশ সরকার।সোমবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মাধ্যমে দেশে প্রথম ওমিক্রোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল মঙ্গলবার নরওয়ের সরকার তার দেশে করোনার ব্যাপক প্রাদুর্ভাবের পূর্বাভাস দিয়েছেন।গতকাল একদিনেই দেশটিতে ৭৫ জন ওমিক্রোনে আক্রান্ত শনাক্ত হয়েছে। নরওয়ের সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা ইতিমধ্যেই দেশটিতে শীঘ্রই দৈনিক ওমিক্রোনের সংক্রমণ ৯০,০০০ হাজার থেকে ৩,০০,০০০ লাখ পর্যন্ত হতে পারে বলে সরকারকে সতর্কতা দিয়েছে।
সংবাদ মাধ্যম আরও জানিয়েছেন, রাজধানী ওসলোর একটি ক্রিসমাস পার্টিতে অংশগ্রহণ করা একাধিক ব্যক্তির শরীরে এই ওমিক্রোন ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
নরওয়েতে ওমিক্রোনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ধীরে ধীরে করোনার বিভিন্ন বিধিনিষেধে আবারও ফিরিয়ে আসছে।নরওয়ে সরকার দেশে অ্যালকোহল চার সপ্তাহের জন্য নিষিদ্ধ। ইভেন্টগুলি ব্যাপকভাবে সীমাবদ্ধ। অসলো বর্তমানে একটি হটস্পট।
নরওয়ের সংবাদ মাধ্যম জানিয়েছে সরকার দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোনের বিস্তারের সম্ভাব্য বিস্ফোরণ রোধে দেশের সমস্ত আতিথেয়তা স্থানগুলিতে আগামী ৪ জানুয়ারী পর্যন্ত অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করেছে নরওয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
১৪ ডিসেম্বর মধ্যরাত থেকে, বার এবং রেস্তোরাঁয় অন্যান্য নিষেধাজ্ঞার পাশাপাশি কমপক্ষে চার সপ্তাহের জন্য মদ বিক্রি নিষিদ্ধ থাকবে বলে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর গতকাল এক ঘোষণায় জানিয়েছেন।
“অনেকের জন্য এটি একটি লকডাউনের মতো মনে হবে,” মিস্টার স্টোর এই ব্যবস্থা সম্পর্কে বলেছিলেন, যার মধ্যে রয়েছে যেখানে সম্ভব লোকেদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ, মুখোশের আদেশের একটি সম্প্রসারণ এবং জিম এবং সুইমিং পুলে অ্যাক্সেসের সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত।
নরওয়েজিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ (এফএইচআই) সতর্ক করেছে যে, যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে প্রতিদিন ৯০,০০০ হাজার থেকে ৩,০০,০০০ লাখ নতুন কোভিড সংক্রমণ হতে পারে, পাশাপাশি দৈনিক ২০০ জন রোগী হাসপাতালে ভর্তি হতে পারে, যা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে চরমভাবে প্রভাবিত করতে পারে।
এফএইচআই এক বিবৃতিতে বলেছে, “ওমিক্রোন ভেরিয়েন্টটিতে ইতিমধ্যেই নরওয়েতে অনেক মানুষকে আক্রান্ত করেছে।ধীরে ধীরে হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা বাড়ছে।নরওয়ের এফএইচআই-এর সংক্রমণ নিয়ন্ত্রণ ও জরুরী প্রস্তুতির প্রধান লাইন সংবাদ মাধ্যমকে বলেছেন, “পরিস্থিতি আমাদের আগের চেয়ে আরও বেশি উদ্বিগ্নের কারন হয়ে দাঁড়িয়েছে।
এদিকে অস্ট্রিয়ার সংক্রমণ বিশেষজ্ঞরাও আগামী দুই সপ্তাহ পর থেকে অস্ট্রিয়াতে ওমিক্রোনের সংক্রমণের বিস্তারের সতর্কতা দিয়েছেন। গতকাল অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন ভিয়েনা এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন গতকাল পর্যন্ত অস্ট্রিয়ায় ৫৯ জন ওমিক্রোনে আক্রান্ত শনাক্ত নিশ্চিত হয়েছে।মুকস্টাইন অস্ট্রিয়ায় শীঘ্রই করোনার ওমিক্রোন ভাইরাসের সংক্রমণের বিস্তারের সতর্কতা দিয়েছেন।তিনি আরও জানিয়েছেন, সরকার অস্ট্রিয়াতে ওমিক্রোনের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্ততি নিচ্ছে।
অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ করোনার প্রতিষেধক টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের মাধ্যমে নিজ নিজ দেশে করোনার ওমিক্রোন ভাইরাসের সংক্রমণের বিস্তারকে কমিয়ে আনার চেষ্টা করছে।
14,785 total views, 1 views today