অস্ট্রিয়ার নতুন সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার ইইউর শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাত সম্পন্ন করেছেন

ভিয়েনা ও বুর্গেনল্যান্ড করোনার “লাল জোন” থেকে “কমলা জোনে” স্থানান্তরিত

 কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ  সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অস্ট্রিয়ার নতুন সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) ইইউ শীর্ষ সম্মেলনে ইউরোপীয় কমিশন প্রধান সহ বিভিন্ন সদস্য দেশের সরকার প্রধানের সাথে তার প্রাথমিক পরিচয় পর্ব শেষ করেছেন।

আজ ইইউর শীর্ষ সম্মেলনে অস্ট্রিয়ার নতুন চ্যান্সেলর তার প্রথম ভাষণে বলেন,আমরা আশা করছি বর্তমানে ইউরোপে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোনের বিরুদ্ধে প্রতিষেধক টিকা আগামী বসন্তের শুরুতে পাওয়া যেতে পারে। নেহামার অস্ট্রিয়ায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন,আমরা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছি।

চ্যান্সেলর কার্ল নেহামার যে সব শীর্ষ ইউরোপীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তাদের মধ্যে অন্যতম ইইউ কমিশন প্রধান উরসুলা ফন ডের লেয়েন, জার্মানির চ্যান্সেলর নতুন সরকার প্রধান চ্যান্সেলর ওলাফ শোলসৎ এবং সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন।

এদিকে আজ অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের দুই রাজ্য ভিয়েনা ও বুর্গেনল্যান্ডকে করোনার লাল জোন থেকে কমলা জোনে ফিরিয়ে নিয়ে এসেছে।বর্তমানে এই দুই রাজ্যে প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্ত ১০০ জনের নীচে নেমে এসেছে।অস্ট্রিয়ার অন্যান্য ফেডারেল রাজ্যের অবস্থাও উন্নতির দিকে।তবে কমিশন জানিয়েছেন বর্তমানে অস্ট্রিয়ায় করোনার সার্বিক পরিস্থিতির উন্নতি হলেও বর্তমান ইউরোপ জুড়ে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোনের বিস্তার অস্ট্রিয়াতেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন রাজধানী ভিয়েনার ৯ নাম্বার ডিস্ট্রিক্টের আলসার গ্রাউন্ডে একটি হাই স্কুলে তিন জন ছাত্রের শরীরে পিসিআর পরীক্ষায় ওমিক্রোন ভাইরাস শনাক্ত হওয়ায় সম্পূর্ণ স্কুল ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থীকে বাড়িতে কোয়ারেন্টাইন ঘোষণা করেছে।ধারণা করা হচ্ছে এখানে আরও একাধিক শিক্ষার্থী ওমিক্রোনে আক্রান্ত হতে পারে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩,০৪৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৩ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৪৪ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৫৭৩ জন, NÖ রাজ্যে ৫৫৬ জন,Tirol রাজ্যে ৪২৯ জন, Steiermark রাজ্যে ৩৩৪ জন, Vorarlberg রাজ্যে ২৬৬ জন, Kärnten রাজ্যে ২৩৭ জন,Salzburg রাজ্যে ১৫০ জন এবং Burgenland রাজ্যে ৫৭ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ১০,২২৪ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৬১,৬১,৫২৫ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৯ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২,৪২,৩৩৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩,৩৮৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১১,৭৪,৯১৫ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫৪,০৩২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৩৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,১১৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 14,788 total views,  1 views today