অস্ট্রিয়ায় ওমিক্রোনে আক্রান্তের শতকরা ৬২ শতাংশই রাজধানী ভিয়েনায়

অস্ট্রিয়ার এজেন্সি ফর হেলথ অ্যান্ড ফুড সেফটি (AGES) মঙ্গলবার এক টুইট বার্তায় জানিয়েছে অস্ট্রিয়ায় এই পর্যন্ত ১,৮৩১ জন ওমিক্রোনে আক্রান্ত, যার মধ্যে ১,৬৯৭ জনই ভিয়েনায়

 কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,অস্ট্রিয়ার এজেন্সি ফর হেলথ অ্যান্ড ফুড সেফটি কর্তৃপক্ষ তথ্য অনুসারে অস্ট্রিয়াতে করোনার পরিবর্তিত রূপ বা ভ্যারিয়েন্ট ওমিক্রোনে আক্রান্ত ১,৮৩১ জনের সংখ্যা পিসিআর পরীক্ষা পদ্ধতি বা সিকোয়েন্সিং এর উপর ভিত্তি করে নিশ্চিত করে নিবন্ধিত করা হয়েছে।অস্ট্রিয়ায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোনে আক্রান্তে শীর্ষে রয়েছে দেশটির রাজধানী ভিয়েনা।

ভিয়েনায় বর্তমানে ওমিক্রোনে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১,৬৯৭ জন যা শতকরা হিসাবে সমগ্র দেশের ৬২ শতাংশ। অস্ট্রিয়ার অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে ওমিক্রোনে আক্রান্ত শনাক্ত যথাক্রমে লোয়ার অস্ট্রিয়ায় (NÖ) ১৭২ জন, সালজবুর্গে ১৫১ জন, আপার অস্ট্রিয়ায়(OÖ) ১৪৪ জন, তিরল রাজ্যে ৯৪ জন, ফোরালবার্গে ৪৮ জন,স্টায়ারমার্ক রাজ্যে ৪৪ জন, বুর্গেনল্যান্ড রাজ্যে ২৪ জন এবং ক্যারিন্থিয়া(Kärnten) রাজ্যে ১৯ জন ওমিক্রোনে আক্রান্ত শনাক্ত হয়েছেন।

করোনার প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ বা টিকা কি ওমিক্রোনের বিরুদ্ধে সুরক্ষা করে? অনেক বিশেষজ্ঞের মতে, সম্পূর্ণ টিকা দিয়ে ওমিক্রোনের সাথে গুরুতর অসুস্থতার বিরুদ্ধে সুরক্ষাও বজায় রাখা উচিত। নির্মাতারা Biontech/Pfizer দুটি ভ্যাকসিন ডোজকে সংক্রমণের বিরুদ্ধে অপর্যাপ্ত সুরক্ষা হিসাবে রেট করেছে।  যুক্তরাজ্যের একটি সমীক্ষায় দেখা গেছে যে বায়োনটেকের দ্বিতীয় ডোজের ১৫ সপ্তাহের পর কার্যকারিতা ৩৪ শতাংশে নেমে আসে। AstraZeneca এর দুটি ডোজ করোনার ওমিক্রোনে আক্রান্তে তেমন কোন সুরক্ষা দিচ্ছে না।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২,৪১৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ২২ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭০৬ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে Tirol রাজ্যে ৩৭০ জন, OÖ রাজ্যে ৩৬০ জন, NÖ রাজ্যে ৩১২ জন, Steiermark রাজ্যে ২৫৯ জন, Vorarlberg রাজ্যে ১৬৬ জন, Kärnten রাজ্যে ১২০ জন,Salzburg রাজ্যে ৮৮ জন এবং Burgenland রাজ্যে ৩৫ জন নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে মাত্র ৪,৬৭৪ ডোজ এবং এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৬২,৯০,৮৬৫ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৭০,৪ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২,৬৮,৫১৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩,৬৭২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১২,২৬,৪২৫ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২৮,৪২২ জন। এর মধ্যে আইসিইউতে আছে ৩৭২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,১৯৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 

 14,727 total views,  1 views today