অস্ট্রিয়ায় ওমিক্রোনের সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়লেও আতঙ্ক কম

অস্ট্রিয়ায় পঞ্চম লকডাউন ঠেকাতে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ। তবে তিনি দেশে আরেকবার লকডাউন অস্বীকার করছেন না

 কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার গভর্নর ও সিটি মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) বলেন,আমরা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোন ভাইরাসের প্রাদুর্ভাবে সর্বাত্মক চেষ্টা করবো দেশের পঞ্চম লকডাউন ঠেকাতে।তবে তিনি প্রয়োজনে লকডাউন অস্বীকার করছেন না।

মেয়র মিখাইল লুডভিগ আজ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে জানান, তিনি সমগ্র দেশে অভিন্ন নিয়ম চান।বর্তমানে ওমিক্রোন ভাইরাসের হট স্পট রাজধানী ভিয়েনা।দেশের ওমিক্রোনের আক্রান্তের শতকরা ৬০ শতাংশের উপরে রাজধানী ভিয়েনায়।

রাজধানী ভিয়েনার ফ্রি মেট্রো পত্রিকা Heute তাদের অনলাইন প্রকাশনায় জানান, কাউন্টডাউন চলছে…ঘড়ির কাঁটা টিক টিক করছে! বিভিন্ন রাজ্যের গভর্নর ও সরকারের করোনা সাথে করোনার শীর্ষ সম্মেলনের দুই দিন আগে,আজ মঙ্গলবার অস্ট্রিয়ার করোনার টাস্ক ফোর্স GECKO আজ এক মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরী বৈঠকে বসছে।

মেয়র মিখাইল লুডভিগ বলেন, আমি আশা করছি করোনার টাস্ক ফোর্স GECKO কমিশন সমগ্র অস্ট্রিয়ার জন্য একই নিয়ম জারি প্রণয়ন করবেন। কেননা অস্ট্রিয়ার করোনা পরিস্থিতি ‘এখনও গুরুতর’। আমাদের  সমস্ত প্রচেষ্টা এখন সংক্রমণের সংখ্যা যতটা সম্ভব কম রাখার লক্ষ্যে হওয়া উচিত।

মেয়র মিখাইল লুডভিগ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে FFP2 মাস্ক বাধ্যতামূলক পড়ার পরিধি আরও বাড়ানো যেতে পারে। তাছাড়াও তিনি পুনরায় সামাজিক দূরত্বের নিয়ম পুনরায় প্রবর্তন সহ আরও কিছু বিধিনিষেধ আরোপের অনুরোধ করেছেন।

এদিকে আজ অস্ট্রিয়ার জাতীয় সংসদের প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়া(SPÖ) লোয়ার অস্ট্রিয়ার (NÖ) দানিউব নদীর তীরবর্তী Krems শহরে নতুন বছরের দলের এক শীর্ষ সম্মেলনে মিলিত হন।

বিরোধীদলের নেত্রী পামেলা সরকারের নিকট একটি পাঁচ দফা পরিকল্পনা পেশ করেন।বৈঠকের পর পামেলা পাঁচ দফা পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার পূর্বে বলেন,অস্ট্রিয়ার অগ্রগতি – সামাজিকভাবে ন্যায্য, অর্থনৈতিক এবং পরিবেশগতভাবে শক্তিশালী অস্ট্রিয়ার জন্য আমাদের কাছে সঠিক উত্তর রয়েছে। তারপর তিনি তার দলের পাঁচ দফা পরিকল্পনা উপস্থাপন করেন। 

আমাদের পাঁচটি প্রধান বিষয় অন্তর্ভুক্ত:

১,করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট: ভ্যাকসিনেশন রেট এবং ক্রাইসিস-প্রুফ স্বাস্থ্য ব্যবস্থা বাড়ান,

২,অস্ট্রিয়ার জন্য নতুন সমবায়, সংহত অর্থনৈতিক নীতি এবং শিল্প কৌশল।

৩, শক্তি এবং আবাসনের দাম বৃদ্ধির সাথে মোকাবিলা করা।

৪, নার্সিং ইমার্জেন্সি মোকাবিলা এবং

৫, সারাদিনের শিশু যত্নের বিস্তার বৃদ্ধি করা।

অস্ট্রিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়েছেন যে,বর্তমানে চলমান করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রোন বেশ দ্রুত সংক্রামক হলেও এর আক্রমণ পূর্ববর্তী ডেল্টা সহ অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে অনেক কম।ওমিক্রোন মানুষের ফুসফুসে তেমন একটা আক্রমণ করে না। শুধুমাত্র শরীরের উপরের অংশে যেমন নাক,মুখ ও গলা ইত্যাদি।ফলে আক্রান্তদের আর তেমন হাসপাতালে যেতে হচ্ছে না।তাছাড়াও ভিয়েনায় ওমিক্রোন ভাইরাসে শনাক্ত শতকরা ৪০ শতাংশ উপসর্গ বিহীন।

আজ অস্ট্রিয়ায় করোনার নতুন সংক্রমণের সংখ্যা হঠাৎ করেই পাঁচ হাজারের উপরে উঠে গেছে।আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫,৪৯৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৫ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,৫৮৯ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে Tirol রাজ্যে ১,১৩৮ জন, NÖ রাজ্যে ৭০০ জন, OÖ রাজ্যে ৬৯০ জন, Salzburg রাজ্যে ৫১৩ জন, Steiermark রাজ্যে ৩৯১ জন, Vorarlberg রাজ্যে ২৭৭ জন, Kärnten রাজ্যে ১১০ জন এবং Burgenland রাজ্যে ৮৮ জন নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৪,০৪০ ডোজ এবং অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৬৩,৩৬,৭৭১ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৭০,৯ শতাংশ।  আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২১,৮৩১ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২,৯৪,৩২৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩,৭৮৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১২,৪২,৭৭৯ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৭,৭৬২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩১৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,০৩৮ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 14,591 total views,  1 views today