ফেব্রুয়ারির পূর্বে অস্ট্রিয়ায় প্রায় নয় লাখ মানুষকে করোনার বুস্টার ডোজ সম্পন্ন করতে হবে

অস্ট্রিয়ান সরকারের পরিবর্তিত নিয়ম অনুযায়ী করোনার টিকার গ্রিন পাসের মেয়াদ এক বছর থেকে ছয় মাসে কমিয়ে আনায় করোনার প্রতিষেধক টিকার তৃতীয় ডোজ গ্রহণকারীর পরিমান বেড়েছে।
কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,ফেব্রুয়ারির পূর্বে প্রায় ৯,০০,০০০ লাখ অস্ট্রিয়ানকে তাদের করোনার প্রতিষেধক টিকার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ সম্পন্ন করতে হবে। অর্থাৎ করোনার ভ্যাকসিনেশন সার্টিফিকেট বৈধ থাকার জন্য, ১লা ফেব্রুয়ারির মধ্যে ৮,৯৭,০০০ হাজার মানুষকে অবশ্যই তৃতীয় ডোজ নিতে হবে।
আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে অস্ট্রিয়ার পশ্চিমের রাজ্য Salzburg থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক Salzburger Nachrichten এই তথ্য নিশ্চিত করেছেন।পত্রিকাটি তাদের অনলাইন প্রকাশনায় এই তথ্য জানিয়ে বলেন, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে অস্ট্রিয়াতে ৮ লাখ ৯৭ হাজার মানুষকে অবশ্যই করোনার তৃতীয় ডোজ গ্রহণ সম্পন্ন করতে হবে।যেহেতু করোনার প্রতিষেধক টিকার গ্রিন পাসের বৈধতা দ্বিতীয় ডোজের পর প্রথমে এক বছর থেকে নয় মাস, তারপর এখন ৯ মাস থেকে ৬ মাস পর্যন্ত করা হয়েছে।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় কিছুটা জোর দিয়ে বলেছে যে,”আমরা অনুমান করছি যে উক্ত সময়ের মধ্যেই দেশের একটা বিরাট অংশের মানুষ তাদের করোনার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ সম্পন্ন করবে।” গত সপ্তাহ থেকেই অস্ট্রিয়াতে তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও যাদের করোনার দ্বিতীয় ডোজের ছয় মাস পূর্ণ হয়েছে কিন্ত এখনও করোনার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেন নি, তাদেরকে স্বাস্থ্য প্রশাসন থেকে চিঠি দিয়ে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় আরও জানিয়েছে, “আমরা এই বিষয়ে আগামী দিন এবং সপ্তাহগুলিতে আরও নিবিড়ভাবে যোগাযোগ করব।বৈধতার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কারও অবাক হওয়া উচিত নয়।”জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া ব্যক্তিরাও আক্রান্ত হয়েছেন।
জানুয়ারির শুরুতে একই রকম কিছু হয়েছিল, যখন এককালীন জ্যান্সেন ভ্যাকসিনেশনের (জনসন অ্যান্ড জনসন) সনদগুলি হাজার হাজার লোকের জন্য অবৈধ হয়ে গিয়েছিল কারণ তারা একটি বুস্টার পায়নি৷
স্বাস্থ্যমন্ত্রণালয়ের মতে, জনসন অ্যান্ড জনসন বৈধতা সামঞ্জস্য করার কারণে ৩ জানুয়ারীতে অস্ট্রিয়ায় ৭১,৩৯৯ টিকা সনদ পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে।আজ অবধি, এই লোকেদের মধ্যে মাত্র ৬০,০৪৪ জনের আর একটি বৈধ টিকার সনদপত্র নাই, কারণ তখন থেকে তাদের আর কোনও টিকা নেওয়া হয়নি এবং তাই তারা একটি বৈধ টিকা সনদপত্র পায়নি৷বাকি সবাই একটি বুস্টার পেয়েছেন. অস্ট্রিয়াতে এই পর্যন্ত মোট ৩,৫৫,৯২৭ জন জনসন অ্যান্ড জনসন এর টিকা গ্রহণ করেছেন।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১,৫১৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩,৪৭৪ জন।
অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,৭২৭ জন, Tirol রাজ্যে ১,৬৮৭ জন, OÖ রাজ্যে ১,৬৮০ জন, Salzburg রাজ্যে ৯৪৭ জন, Steiermark রাজ্যে ৯০৪ জন, Vorarlberg রাজ্যে ৫৭৫ জন, Kärnten রাজ্যে ৩৭৬ জন এবং Burgenland রাজ্যে ১৪৬ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৩,৩৪৮ জন এবং আজ করোনার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২৪,৩৩৮ জন।এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৬৩,৩৭,২৪৫ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৭১ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩,৬১,৭৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩,৮৭২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১২,৬৩,২৪৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮৪,৬২৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৫৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯২৮ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
14,636 total views, 1 views today