১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধুর দেশে ফেরার মধ্যে দিয়েই বাঙালির স্বাধীনতার স্বাদ পূর্ণতা পায়-এমপি শাওন



তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। পর্দার অন্তরালে থেকে মেজর জিয়া ব্যানট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জাতীয় চার নেতাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশী দুতাবাসে চাকুরী দিয়ে জাতিকে কলঙ্কিত করেছে। এখন সময় এসেছে সে কলঙ্ক মোচনের । আপনারা মেজর হাফিজের মিষ্টি কথায় কান দেবেন না । তাঁর ইতিহাস এতোই জঘন্য যে লালমোহন তজুমদ্দিনের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার তার নেই ।
জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন, আব্দুল মালেক মিয়া, অধ্যাপক দিদারুল ইসলাম অরুন, কালমা ইউপি চেয়ারম্যান আখতার হোসেন হাওলাদার, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদারসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
14,581 total views, 1 views today