১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধুর দেশে ফেরার মধ্যে দিয়েই বাঙালির স্বাধীনতার স্বাদ পূর্ণতা পায়-এমপি শাওন

 রিপন শান, বাংলাদেশ ব্যুরো চিফঃ ১১৭ ভোলা ৩  আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতার জন্যই বিশ্বের বুকে বাংলাদেশ নামক রাষ্ট্রের উত্থান ঘটেছে। এখন তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে । দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই লালমোহন ও তজুমদ্দিনের নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যে আরো ১ হাজার ৯শ ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। 
এসময় এমপি শাওন আরো বলেন-আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বারবার দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। 
 
১১ জানুয়ারি ২০২২ সকালে ভোলার লালমোহন পৌরশহরের মুক্তিযোদ্ধা এভিনিউতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে- লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন এমপি শাওন।
 
স্মরণকালের অবিস্মরণীয় এই জনসমাবেশে এমপি শাওন আরো বলেন- করাচির কারাগারে বন্দি থাকাকালীন বঙ্গবন্ধুকে বারবার হত্যা করতে চেয়েছিলো পাকিস্তানের সামরিক সরকার। কারাগার হতে মুক্তি পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারী যখন দেশে ফেরেন, সারা পৃথিবীর মানুষ তখন এই সময়টির জন্য অপেক্ষা করছিলো। বঙ্গবন্ধু দেশে ফেরার মধ্যে দিয়েই বাঙলি জাতির স্বাধীনতার স্বাদ পূর্ণতা পায়। 
 
 
 

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। পর্দার অন্তরালে থেকে মেজর জিয়া ব্যানট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জাতীয় চার নেতাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশী দুতাবাসে চাকুরী দিয়ে জাতিকে কলঙ্কিত করেছে। এখন সময় এসেছে সে কলঙ্ক মোচনের । আপনারা মেজর হাফিজের মিষ্টি কথায় কান দেবেন না । তাঁর ইতিহাস এতোই জঘন্য যে লালমোহন তজুমদ্দিনের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার তার নেই ।

জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন, আব্দুল মালেক মিয়া, অধ্যাপক দিদারুল ইসলাম অরুন, কালমা ইউপি চেয়ারম্যান আখতার হোসেন হাওলাদার, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদারসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

 14,581 total views,  1 views today