উপকূলের কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদ এর যৌথজীবনের ২৩ বছর পূর্তি হলো আজ

 রিপন শান: আজ দুই বাঙলার জনপ্রিয় কবি ও কণ্ঠশিল্পী, পলিমাটির জনপদ ভোলার কৃতিসন্তান, সাংবাদিক সঙগঠক বহুমাত্রিক প্রতিভাবান সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান মাহমুদ এর ২৩ তম বিবাহবার্ষিকী ।
 
পাক্ষিক সময় পূর্বাপরের সম্পাদক, জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুড়ি’র সভাপতি কবি কণ্ঠশিল্পী হাসান মাহমুদ তারুণ্যদীপ্ত গণমাধ্যমকর্মীদের জোট “ভোলা দক্ষিণ প্রেসক্লাব- বিডিপিসি”র সম্মানীয় উপদেষ্টা । দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবায় জন্মগ্রহণকারী কবি হাসান মাহমুদ এর কাব্যগ্রন্হের মধ্যে- জলে দোলে চাঁদ , মধ্যাহ্নের স্বরলিপি, দিগভ্রান্ত সহিস, মুগ্ধতা রূপকথা নদী, চারদিকে উপকূল উল্লেখযোগ্য ।
 
স্কুল শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা বহুমাত্রিক হাসান মাহমুদ : দৈনিক আজকের কাগজ গ্রুপের সাপ্তাহিক খবরের কাগজের সহকারী সম্পাদক, দৈনিক খবরপত্রের ফিচার এডিটর এর দায়িত্ব পালনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।বর্তমানে তার সম্পাদিত ‘সময় পূর্বাপর’ সৃজনশীল মহলে তুমুল জনপ্রিয় একটি কাগজ ।
 
কবি কণ্ঠশিল্পী সাংবাদিক সঙগঠক হাসান মাহমুদ কে ২৩ তম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব- আয়েবাপিসি`র প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান, অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেসক্লাব, ভোলা দক্ষিণ প্রেসক্লাব- বিডিপিসি, ভোলা জার্নালিস্ট ফোরাম ঢাকা- বিজেএফডি, অনলাইন প্রেস ইউনিটি, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ, চরফ্যাসন প্রেসক্লাব, বোরহানউদ্দিন প্রেসক্লাব, দৌলতখান প্রেসক্লাব, লালমোহন মিডিয়া ক্লাব, চরফ্যাসন বিএমএসএফ, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
 
যৌথজীবনের নতুন মোহনায় দাঁড়িয়ে- সুজন স্বজন সকলের কাছে দোয়া চেয়েছেন কবি হাসান মাহমুদ। বলেছেন-যাপনের ২৩ টি বছর অতিক্রান্ত। স্বপ্ন, স্বপ্নভঙ্গ, ত্রান-দান, প্রাপ্তি অপ্রাপ্তির এই যৌথ যাপনে আমাদের  জীবন সপ্রাণ থাকে মাটিয়া আর অরিত্র নামের দুটো কুঁড়ির দিকে তাকিয়ে। স্বজনদের আশীর্বাদ প্রার্থী।ভালোবাসা, অন্তহীন…

 14,604 total views,  1 views today