অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ শনাক্ত রেকর্ড সংখ্যক হলেও নতুন কোন বিধিনিষেধ আসছে না

আজ বুধবার অস্ট্রিয়ায় রেকর্ড সংখ্যক ১৭,০০৬ জন করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন। আগামী সপ্তাহ থেকে দেশে দৈনিক সংক্রমণ ৩০,০০০ হাজারের উপরে উঠার সতর্কতা দিয়েছেন বিশেষজ্ঞগণ।
কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে আজ মন্ত্রী পরিষদের এক বৈঠকের পর অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন (গ্রিনস) এক সংবাদ সম্মেলনে বলেন, অস্ট্রিয়ায় করোনার নতুন সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধি পেলেও সরকার আপাতত আর কোন কঠোর বিধিনিষেধ জারি করছে না।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আমাদের সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা পূর্বেই তাদের পূর্বাভাসে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোনের জন্য এই বৃদ্ধির কথা জানিয়েছেন।বিশেষজ্ঞরা আগামী ১৪ দিন এই সংখ্যা আরও বৃদ্ধির কথা জানিয়েছেন, তাই অবাক হওয়ার কিছু নেই।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অস্ট্রিয়া একটি নিরাপদ পথ বেছে নিয়েছে।অস্ট্রিয়ায় বর্তমানে গত সোমবার থেকেই সর্বত্র FFP2 মাস্ক পড়া বাধ্যতামূলক ও সামাজিক দূরত্ব দুই মিটার মেনে চলার নির্দেশনা জারি করেছে এবং দেশের সর্বত্র তা কঠোরভাবে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করছে। স্বাস্থ্যমন্ত্রী আবারও করছেন দেশের দোকানপাটে ও খোলা জায়গায় কঠোরভাবে 2G নিয়ম নিয়ন্ত্রণ করলে এক সময় সংক্রমণের বিস্তার এমনিতেই কমে আসবে।
স্বাস্থ্যমন্ত্রী আবারও অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন যে, দেশে আবারও একটি লকডাউন প্রতিরোধ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো। স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান,অস্ট্রিয়ার করোনা পূর্বাভাস কনসোর্টিয়াম ইতিমধ্যেই আগামী সপ্তাহে অস্ট্রিয়ার মত একটি ছোট দেশে করোনায় দৈনিক নতুন সংক্রমণ ৩০,০০০ হাজারের উপরে উঠার সতর্কতা দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী মুকস্টাইন তার বক্তব্যে আরও বলেন, আমরা ইতিমধ্যেই যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। আপাতত সরকার আর কোন নতুন বিধিনিষেধের কথা ভাবছে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেল্টার সাথে আমরা ডিসেম্বরের শুরুতে একটি ভাল অবস্থান এসেছিলাম কিন্তু তারপর ওমিক্রোন এসে সবকিছু লন্ডভন্ড করে দিল।
স্বাস্থ্যমন্ত্রী মুকস্টাইন আরও জানান, ওমিক্রোন ভ্যারিয়েন্টের জন্য সংক্রমণের বিস্তারের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পেলেও আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত নিরাপদ আছে।অবশ্য স্বাস্থ্যমন্ত্রী বর্তমান চলমান করোনার পঞ্চম প্রাদুর্ভাবে দেশের শিশু ও তরুণরা অধিক মাত্রায় আক্রান্ত হচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, বর্তমান চলমান করোনার পঞ্চম প্রাদুর্ভাবে আক্রান্তদের সিংহভাগই নিজ বাসায় আইসোলেশনে থেকেই সুস্থতা লাভ করছেন। যাইহোক, করোনার বিধিনিষেধ আরও শক্ত করার প্রয়োজন নেই কারণ আমাদের নিবিড় পরিচর্যা ইউনিট (I.C.U) বর্তমানে মাত্র শতকরা বারো শতাংশ কাজ করছে।
করোনার ডেল্টায়, হাসপাতালে ভর্তি প্রতি চতুর্থ ব্যক্তি নিবিড় পরিচর্যা ইউনিটে শেষ হয়, ওমিক্রোনে এটি প্রতি দশমাংশ মাত্র। “আমরা দৃষ্টিশক্তিতে গাড়ি চালাই।” ভ্যাকসিনেশন মহামারী থেকে দূরে থাকে, প্রযোজ্য ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আজকের রেকর্ড সংখ্যা বিবেচনায় নেওয়া হয়, মন্ত্রী বলেন। মহামারী থেকে বেরিয়ে আসার উপায় হল করোনভাইরাস টিকা, মুকস্টাইন নিশ্চিত করেছেন এবং আগামী সপ্তাহগুলিতে একটি তথ্য প্রচারের ঘোষণা দিয়েছেন।”টিকাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্য”।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭,০০৬ জন। এই সংখ্যা বৈশ্বিক মহামারী করোনার শুরুর পর সর্বোচ্চ সংখ্যক। আজ রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫,৫৭৩ জন। যা ভিয়েনায় মহামারী করোনার শুরুর পর থেকে সর্বোচ্চ সংখ্যক।
অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে Salzburg রাজ্যে ২,৪৬৬ জন, NÖ রাজ্যে ২,৪৫০ জন, OÖ রাজ্যে ২,০৫৯ জন,Tirol রাজ্যে ১,৫৯৪ জন, Steiermark রাজ্যে ১,৫৪০ জন, Kärnten রাজ্যে ৫৬৯ জন, Vorarlberg রাজ্যে ৫৪৮ জন এবং Burgenland রাজ্যে ২০৭ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫,০৯৩ জন এবং করোনার প্রতিষেধক টিকার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ সম্পন্ন করেছেন ৩৩,৪৬৩ জন।অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন মোট ৬৩,৫০ ৯০৯ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৭১,১ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩,৭৮,৭৪৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩,৮৮২ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১২,৬৮,৩১৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৯৬,৫৪৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৪২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯০৯ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
14,714 total views, 1 views today