অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনার ওমিক্রোনের হটস্পট

ভিয়েনায় এখন দৈনিক ওমিক্রোনে সংক্রামিত হচ্ছেন প্রায় ৫,০০০ হাজার মানুষ। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রায় শতাধিক বাংলাদেশী ওমিক্রোনে আক্রান্ত।

 কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোন বর্তমানে তার সংক্রমণের বিস্তার ব্যাপকহারে সম্প্রসারণ করছে। শুধুমাত্র গত দুই সপ্তাহের মধ্যেই অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রায় শতাধিক প্রবাসী ওমিক্রোনে সংক্রামিত শনাক্ত হয়েছেন।তবে হাতে গোনা দুই একজন ব্যতীত কাউকে হাসপাতালে যেতে হয় নি।বর্তমান ওমিক্রোন ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে খুবই হালকা উপসর্গ দেখা যাচ্ছে।সংক্রমণ বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়েছেন যে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোন আক্রান্তদের ফুসফুস তেমন একটা আক্রমণ করছে না।

আর এরই কারনে অস্ট্রিয়ান সরকার বর্তমানে করোনায় আক্রান্ত ব্যক্তির জন্য আইসোলেশন পূর্বের দুই সপ্তাহের পরিবর্তে এখন মাত্র পাঁচ দিন করেছেন।অর্থাৎ এখন করোনায় পজিটিভ শনাক্ত ব্যক্তি পাঁচ দিন পর পিসিআর পরীক্ষার পর নেগেটিভ হলে তার আইসোলেশন শেষ। তবে তার সাথে বা একই বাসায় অবস্থানকারী অন্যান্যদের কোয়ারেন্টাইন আরও পাঁচ দিন বেশী করতে হবে।অর্থাৎ আক্রান্ত ব্যক্তির আইসোলেশন পাঁচ দিন, আর একই বাসায় সংস্পর্শে বা কন্টাক্ট পারসনদের ১০ দিন কোয়ারেন্টাইন করতে হবে।

ভিয়েনার স্বাস্থ্য প্রশাসনের তথ্য অনুযায়ী আজ সোমবার ১৭ জানুয়ারী ২০২২ পর্যন্ত,বৈশ্বিক মহামারীর শুরু পর থেকে ভিয়েনায় এই পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২,৯৪,১৩০ জন এবং এই পর্যন্ত করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ২,৪১,১৬০ জন। রাজধানী ভিয়েনায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২,৮২৫ জন।তবে আজ রাজধানী ভিয়েনায় করোনায় কেহ মৃত্যুবরণ করেন নাই।ভিয়েনায় বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫০,১৪৫ জন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫,৭১৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪,৭৬৭ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২,৩৮৫ জন, Tirol রাজ্যে ২,২৭০ জন, OÖ রাজ্যে ২,১০০ জন, Salzburg রাজ্যে ১,৪২৮ জন, Steiermark রাজ্যে ১,১৭২ জন, Kärnten রাজ্যে ৭৪৭ জন, Vorarlberg রাজ্যে ৬১১ জন এবং Burgenland রাজ্যে ২৩৭ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২,০০৬ জন এবং বুস্টার ডোজ গ্রহণ সম্পন্ন করেছেন ৯,৪৫৭ জন। আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮,২৬৫ জন এবং এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ সম্পন্ন করেছেন মোট ৬৩,৯৯,৫৬০ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৭১,৭ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৪,৫৯,৩০৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১৩,৯২২ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১৩,০৪,০০৩ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১,৪১,৩৮১ জন।এর মধ্যে আইসিইউতে আছেন ২১২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৩৪ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 14,802 total views,  1 views today