বিশ্বে আজ করোনায় একদিনে আরও ৫ হাজার মানুষের মৃত্যু,নতুন আক্রান্ত শনাক্ত প্রায় ২০ লাখ

যুক্তরাষ্ট্রের পরেই ভারতে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৫৭৯ এবং মারা গেছেন ৩০২ জন। বর্তমান সমগ্র বিশ্বে করোনার সংক্রমণের বৃদ্ধির জন্য নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোনই দায়ী।

 কবির আহমেদ, আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ হাজার ৯৮৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৩ হাজার ২২৬ জনে।একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৯ হাজার ৮৫৬ জন।এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৩৩ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭৬৭ জনে দাঁড়াল।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৫৫৩ জন। একই সময়ে মারা গেছেন ৪৬৮ জন। ভাইরাসটিতে এ পর্যন্ত করোনায় ৬ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ১৯১ জন আক্রান্ত এবং মারা গেছেন ৮ লাখ ৭৪ হাজার ৩২১ জন।

একই সময়ে যুক্তরাষ্ট্রের পরই ভারত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৫৭৯ এবং মারা গেছেন ৩০২ জন।এ নিয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন এবং আক্রান্ত ৩ কোটি ৭৬ লাখ দুই হাজার ৮৩২ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৭৮ হাজার ৮৭২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু রাশিয়াতে ৬৭০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭২৬ জন।এ নিয়ে মোট আক্রান্ত ১ কোটি ৮ লাখ ৩৪ হাজার ২৬০ জন এবং মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৯৯০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৮ লাখ ৭৮ হাজার ৩৭১ জন।

এরপরই যুক্তরাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ৭৭ জন।এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ১৭ হাজার ৩১৪ জন আক্রান্ত এবং মারা গেছেন এক লাখ ৫০ হাজার ২৩০ জন।

আর গত ২৪ ঘন্টায় ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ এক হাজার ৭৬২ জন এবং মারা গেছেন ২২৭ জন।

মৃতের তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬২ জন এবং আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা এ দেশটি নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৩৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ২৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ২৬১ জন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬,৬৮৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ২০ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪,৩৫৮ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৩,০০২ জন, NÖ রাজ্যে ২,৬৭৮ জন, Tirol রাজ্যে ২,১২৩ জন, Steiermark রাজ্যে ১,৩৬১ জন, Salzburg রাজ্যে ১,৩৩৩ জন, Vorarlberg রাজ্যে ৯০৭ জন, Kärnten রাজ্যে ৬৮৫ জন এবং Burgenland রাজ্যে ২৩৭ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৩,৭৯৮ জন এবং করোনার প্রতিষেধক টিকার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২৪,২০৭ জন।অস্ট্রিয়াতে এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ সম্পন্ন করেছেন ৬৪,০৬,৮২৯ জন, যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৭১,৭ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭৫,৯৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩,৯৪২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ১৩,১৪,১২৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৪৭,৯২০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৯৭ জন এবং হাসপাতালের চিকিৎসাধীন আছেন ১,০১২ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 14,901 total views,  1 views today