ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার অত্যাধুনিক রকেট হামলা

রাশিয়ার আক্রমণে এই পর্যন্ত ১৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক থেকে কবির আহমেদঃ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে এক টেলিভিশনে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রধান এবং প্রথম টার্গেট তিনি এবং দ্বিতীয় টার্গেট তার পরিবার। তাকে হত্যা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনের রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো ভেঙে দিতে চাইছেন।
বিবৃতির কিছু পরেই প্রেসিডেন্ট জানান, বৃহস্পতিবার সারাদিনে ১৩৭ জন ইউক্রেনের নাগরিকের প্রাণ গেছে। তার মধ্যে সেনাও আছে, সাধারণ মানুষও আছে। সেনা এবং সাধারণ মানুষের নিহত হওয়ার হিসেব আলাদা করে তিনি দেননি।
ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে দেশের ভিতরে রাশিয়া একাধারে বিমান হামলা চালাচ্ছে, মিসাইল আক্রমণ করছে এবং স্থলপথে বহু সেনা ইউক্রেনের সীমান্ত পার করে ভিতরে ঢুকে পড়েছে। চেরনোবিল-সহ একাধিক জায়গা তারা দখল করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানান,রাশিয়ার সেনারা রাজধানী কিয়েভের আরো কাছে পৌঁছে গেছে।
এদিকে আজ শুক্রবার সংবাদ সংস্থার রয়টার্স জানিয়েছে আক্রমণের দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। রাজধানীতে প্রবেশের পূর্বে তারা কিয়েভের বিভিন্ন স্থাপনায় অত্যাধুনিক রকেট হামলা চালায়। তবে প্রাথমিকভাবে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যায় নি।
সংবাদ সংস্থার খবরে আরও বলা হয়েছে আজ শুক্রবার অতি প্রত্যুষে থেকেই রাজধানী কিয়েভের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার ভোরে দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে মধ্য কিয়েভে। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়া কিয়েভের বেসামরিক এলাকায় গুলি চালিয়েছে কিন্তু ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দু’টি মারাত্মক হামলা প্রতিহত করেছে।
রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইটারে লেখেন, “ভয়ংকর রাশিয়ান রকেট হামলা কিয়েভে।… শেষবার আমাদের রাজধানী এ রকম কিছু অনুভব করেছিল ১৯৪১ সালে, যখন নাৎসি জার্মানি আক্রমণ করেছিল। ইউক্রেন সেই অশুভ শক্তিকে পরাজিত করেছিল এবং এ বারেও করবে”।
সর্বশেষ আপডেট অনুযায়ী, রুশ সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে। রুশ হামলায় ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চলছে। আজ কিয়েভে সবমিলিয়ে ছ’বার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সময়ে, ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভের কাছে একটি সেতু উড়িয়ে দিয়েছে। সেখানে রুশ সেনাদের প্রবেশ ঠেকাতে এমনটা করা হয়েছে।
14,640 total views, 2 views today