অস্ট্রিয়ায় যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

ঈদ মোবারক! আজ সোমবার ২ মে সৌদি আরব,আরবের উপদ্বীপ, মধ্যপ্রাচ্য, ইউরোপ,আমেরিকা ও কানাডা সহ বিভিন্ন আফ্রিকান দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

কবির আহমেদ, নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ এক ভিডিও বার্তায় অস্ট্রিয়া মুসলিম কমিউনিটির প্রেসিডেন্ট উমিত ভূরাল।
অস্ট্রিয়ায় বসবাসকারী সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার বক্তব্যে মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করেন যে, দীর্ঘ দুই বছর পর এই বছর আমরা পুনরায় করোনার কোন বিধিনিষেধ ছাড়াই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরেছি।
আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে সকাল সাড়ে ছয়টায়। প্রথম জামাতে মসজিদেরর আশে পাশের সমগ্র মাঠ ও রাস্তা ভরে যায়। আনুমানিক প্রায় পাঁচ হাজার মানুষ একসাথে প্রথম জামাতে অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক মহিলারও নামাজে অংশগ্রহণ করেন।
ভিয়েনার প্রধান ও কেন্দ্রীয় এই মসজিদে ঈদের প্রথম নামাজে খুতবা দেয়া হয় আরবী ভাষায়। সকাল সাড়ে সাতটায় দ্বিতীয় জামাতে খুতবা দেয়া হয় জার্মানি ভাষায়। দ্বিতীয় জামাতে প্রথম জামাতের মতই বিপুল সংখ্যক মুসুল্লি একসাথে নামাজ আদায় করেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদেও যথাযথ ধর্মীয় উৎসাহ, উদ্দীপনা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মসজিদ সমূহের মধ্যে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে ভিয়েনার ৫নং ডিসট্রিক্টে অবস্থিত বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম মসজিদে। এখানে ২ টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব শাইখ গোলামুর রহমান আযহারী। ২য় জামাতে ইমামতি করেন সাইফুল ইসলাম (রানা)।

এখানের প্রথম জামাতে অংশগ্রহন করেন অষ্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, দূতাবাসের মিশন প্রধান রাহাত বিন জামান, কাউন্সিলর তানভির আহমেদ তরপদার, দুতালয় প্রধান তারাজুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন এবং উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
এছাড়াও ২য় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে। এই মসজিদে প্রথম জামাতে ইমামতি করেন অস্ট্রিয়া বাংলাদেশ মুসলিম কমিউনিটির সিনিয়র ইমাম শায়খ ড.ফারুক আল মাদানি।
ভিয়েনার অন্যান্য বাংলাদেশী মসজিদ সমূহের মধ্যে অন্যতম বায়তুল মোকারম মসজিদ ভিয়েনা, ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদ এবং ২০ নাম্বার ডিস্ট্রিক্টের নূরে মদিনা মসজিদ।
এখানে উল্লেখ্য যে,২০১৯ সালের পর এই প্রথম কোন বিধিনিষেধ ছাড়া অস্ট্রিয়ার মসজিদ সমূহে মুসুল্লিরা স্বাচ্ছন্দ্যে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজের পর সকলকে ঈদের ঐতিহ্যবাহী কালচার পারস্পরিক কোলাকুলি করতে দেখা গেছে।
দীর্ঘ দুই বছর পর এবারের এই ঈদে বৈশ্বিক মহামারী করোনার কোন বিধিনিষেধ না থাকায় ঈদের নামাজের পর বিভিন্ন পরিবারের মধ্যে দাওয়াতের ধুম পড়ে গেছে।
অস্ট্রিয়াতে আজ সরকারি ছুটি না হলেও ঈদ উপলক্ষে অনেকেই বাচ্চাদের স্কুল ও কাজে ছুটি নিয়ে রেখেছেন।
এদিকে আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাও অত্যন্ত সুন্দর আবহাওয়া বিরাজ করছে। ফলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির জন্য আজ পবিত্র ঈদুল ফিতর অত্যন্ত আনন্দঘন মুহূর্তের মধ্যেই অতিবাহিত হচ্ছে।
আমরা ইউরো সমাচার পরিবারের পক্ষ থেকে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে ইউরোপের বিভিন্ন দেশ সহ যে সমস্ত দেশে ঈদ উদযাপিত হচ্ছে, তাদের জন্যও শুভেচ্ছা রইল। তারপর ইনশাআল্লাহ আগামীকাল আমাদের বাংলাদেশের সমস্ত পাঠক-পাঠিকাদের জন্যও রইল আগামীকালের ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক !
14,665 total views, 1 views today